টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছার কথা বেশ আগেই আইসিসিকে জানিয়েছিল বিসিবি © ফাইল ছবি
নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছার কথা বেশ আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আইসিসির কাছে পাঠানো চিঠিতে সূচি পুনর্বিন্যাসের অনুরোধ জানিয়ে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম প্রস্তাবও করেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। তাদের যুক্তি ছিল, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়া নিরাপত্তার ঝুঁকি থাকবে।
এরপর থেকেই দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা চালায় আইসিসি। অনলাইন বৈঠকের পাশাপাশি বিষয়টি সরেজমিনে যাচাই করতে বাংলাদেশেও আসেন আইসিসির এক প্রতিনিধি। তবে একাধিক আলোচনার পরও দুই পক্ষের অবস্থানের মধ্যে কোনো সমঝোতা হয়নি। বিসিবি নিজেদের দাবিতে অনড় থাকলেও, সূচি পরিবর্তনের ব্যাপারে সম্মতি দেয়নি আইসিসি।
সবশেষ বুধবার (২১ জানুয়ারি) এ ইস্যুতে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সেই সভায় পূর্ণ সদস্য সব দেশের প্রতিনিধি ছাড়াও আইসিসির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে আইসিসি বোর্ড সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ভারতে গিয়েই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। একই সঙ্গে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য একদিনের সময় বেঁধে দেওয়া হয়।
সভায় অংশ নেওয়া বোর্ড সদস্যদের বেশিরভাগই বাংলাদেশের ভারতে গিয়ে খেলার পক্ষেই মত দেন। পাশাপাশি স্পষ্ট করে জানানো হয়, যদি শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের জায়গায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে। ফলে বাংলাদেশের সামনে সময় খুবই সীমিত; ভারতে গিয়ে খেলবে কি না, সে সিদ্ধান্ত জানাতে হাতে আছে আর মাত্র একদিন।
আরও পড়ুন: ফাইনালে ওঠার পর সুখবর পেলেন শান্ত-মুশফিকরা
এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এখন বিসিবি কী সিদ্ধান্ত নেবে। বুধবার সন্ধ্যার পর থেকে এ বিষয়ে বিসিবির শীর্ষ কর্মকর্তারা কার্যত নীরব। একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি কেউই। তবে ভেতরে ভেতরে যে চরম দ্বিধা ও চাপ অনুভব করছেন, তা একদমই স্পষ্ট।
একদিকে আইসিসির কড়া অবস্থান, অন্যদিকে সরকারের নির্দেশ ও নিরাপত্তা ভাবনা, সব মিলিয়ে বিসিবির সামনে পরিস্থিতি হয়ে উঠেছে অত্যন্ত জটিল। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা ভেবে দেখার মতো সময় খুব বেশি নেই বিসিবির হাতে।
বৃহস্পতিবারই (২২ জানুয়ারি) আইসিসিকে চূড়ান্ত অবস্থান জানাতে হবে। সে সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ; ভারতে গিয়ে মাঠে নামবে নাকি বিশ্বমঞ্চ থেকেই ছিটকে পড়বে টাইগাররা।