তামিম ইকবাল © সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিষয়টি ভালো লাগেনি তামিম ইকবালের। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্যে ভবিষ্যতে বোর্ড বিব্রত হতে পারে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। তামিমের মতে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে এমন সংবেদনশীল বিষয়ে প্রকাশ্যে কথা না বলাই ভালো।
মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। বিষয়টি আইসিসি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন বুলবুল। তবে তামিম মনে করেন, সিদ্ধান্ত নেওয়ার আগে শক্ত অবস্থান নেওয়া গেলেও তা প্রকাশ্যে না আনাই উচিত ছিল।
তামিম বলেন, ‘একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর ঐ আলোচনাগুলো (আইসিসির সঙ্গে আলোচনা) সম্পন্ন করার পর একটা মন্তব্য জানানো উচিত। প্রতিটা পদক্ষেপের পর যদি বিষয়গুলো প্রকাশ করেন, তাহলে খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হবে। যেটা এখন হয়ে গিয়েছে। ১ সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে যদি অন্য রকম হয় (ভারতে বিশ্বকাপ খেলা), তখন প্রথম যা বলেছিলেন, সেটার উত্তর কী দেবেন? এটা ঠিক না। এই কারণে আমার কাছে মনে হয় আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেয়ার পর জানান।’
বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তামিম বলেন, ‘যখন আমরা গিয়েছি (ভারত) তখন তো এরকম পরিস্থিতি আসেনি আমাদের কাছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ ছিল না। আমি শুধু একা না আরও অনেকেই বিভিন্ন কাজে যায়। এখন পরিস্থিতি একটু অন্য রকম হয়েছে। আমি যেটা বললাম যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই। তারপরেও আমি বলব পৃথিবীতে অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা শুরু করেন, কথা বলেন, ঐভাবে যদি সমাধান হয় সবচেয়ে ভালো।’