রাজশাহী-রংপুর ম্যাচ © সংগৃহীত
জয়ের জন্য শেষ ওভারে ৭ রান দরকার ছিল রংপুর রাইডার্সের। শেষ তিন বলে সমীকরণ দাঁড়ায় ৩ রান। শেষ গিয়ে সমীকরণ ১ বলে ১ রান। তবে সেই সমীকরণই মেলাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। এতে সুপার ওভারে গড়ায় রাজশাহী-রংপুর ম্যাচ। চলতি বিপিএলে প্রথমবারের মতো সুপার ওভার দেখলেন ক্রীড়াপ্রেমীরা।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেলেও নাজমুল হোসেন শান্ত ও সাহিবজাদা ফারহানের দৃঢ় ব্যাটিংয়ে ইনিংসের নিয়ন্ত্রণ নেয় রাজশাহী ওয়ারিয়র্স। ৬ বলে ২ রান করে তানজিদ তামিম দ্রুত ফিরলেও, শান্তকে সঙ্গী করে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ফারহান। দুজনের সাবলীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আর কোনো বিপদ হয়নি।
পাওয়ারপ্লের পরও শান্ত–ফারহানের আধিপত্য চলতে থাকে। নিয়মিত বাউন্ডারিতে স্কোরবোর্ড সচল রাখেন দুজনই। তবে দলীয় ১০৫ রানে অপ্রত্যাশিত রানআউটে শান্ত ফিরতেই পুরো ইনিংসে ভাটা পড়ে। অধিনায়কের বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটাররা কেউই ইনিংস টেনে নিতে পারেননি। মুশফিকুর রহিম ও মোহাম্মদ নওয়াজরা শুরু পেলেও তা বড় করতে ব্যর্থ হন। ফলে ১০৫ থেকে ১৪৩ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী।
শেষদিকে আর বড় কোনো জুটি গড়ে না ওঠায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানেই থামে রাজশাহীর ইনিংস।