বিপিএলে খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নিরবতা

০১ জানুয়ারি ২০২৬, ০২:০৫ PM
খালেদা জিয়া ও বিপিএল

খালেদা জিয়া ও বিপিএল © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিপিএলে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরুর আগে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাঠে এক মিনিটের নীরবতা পালন করা হয়।  

শোকাতুর আবহের মধ্য দিয়ে শুরু হওয়া এই ম্যাচে টসের লড়াইয়ে জয়লাভ করেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান।

ম্যাচটি ঘিরে দুই দলেই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ঢাকা ক্যাপিটালস তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে, যেখানে যুক্ত করা হয়েছে তারকা পেসার তাসকিন আহমেদকে। অন্যদিকে সিলেট টাইটান্স তাদের দলে একটি পরিবর্তন এনে আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে মাঠে নামিয়েছে। ব্যাটিংয়ে নেমে সিলেট টাইটান্সের দুই ওপেনার সাইম আইয়ুব ও পারভেজ হোসেন ইমন দারুণ শুরু করেন। তাদের নিয়ন্ত্রিত ও ধীরগতির ব্যাটে ভর করে মাত্র ৯ ওভারেই দলীয় ৫০ রান পূর্ণ করে ফেলেছে সিলেট। 

ঢাকা ক্যাপিটালস- উসমান খান, সাইফ হাসান, জুবায়ের আকবরি, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং সালমান মির্জা।

সিলেট টাইটান্স- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকির হাসান, আজমতউল্লাহ ওমরজাই।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage