বিপিএলের ভেন্যু নিয়ে বিপাকে বিসিবি

৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ PM
বিপিএলের লোগো

বিপিএলের লোগো © সংগৃহীত

সিলেট পর্ব দিয়ে পর্দা উঠেছে বিপিএলের দ্বাদশ আসরের। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে গতকাল (৩০ ডিসেম্বর) নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করে বিসিবি। আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। 

এদিকে এরই মধ্যে তিন ভেন্যু থেকে বিপিএল দুটিতে নামিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। চট্টগ্রাম পর্ব বাদ দেওয়ার গুঞ্জন জোরালো হয়েছে, এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে বিকেলে সিলেটে সভায় বসছে বিসিবি।

এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ‘বোর্ড সভা আছে ৩টায়, সেখানে (টুর্নামেন্টের ভেন্যু কমানোর বিষয়ে) সিদ্ধান্ত হবে। আমাদের একটি ভেন্যু কমাতে হবে। সিলেটে ম্যাচ বাড়িয়ে বাকি অংশ ঢাকায় হতে পারে, এর সম্ভাবনা ৯০ শতাংশ।’

সিলেট পর্বে এখন পর্যন্ত বিপিএলের ৬টি ম্যাচ হয়েছে, বাকি আছে আরও ৬টি। ২ জানুয়ারি সিলেটে শেষ ম্যাচের পর ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে বিপিএল শুরুর কথা থাকলেও সেখানে খেলা না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিকল্প হিসেবে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো সিলেট ও ঢাকায় ভাগ করে আয়োজনের ভাবনা চলছে।

পয়েন্ট টেবিলে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। এরপর রয়েছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী ৩ ম্যাচেই হেরেছে, বাকি চার দলের পয়েন্ট ২ করে।

ভেনেজুয়েলার তেল বিক্রয় ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্ত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
হাদি-বিশ্বজিত-খালেদা জিয়া ও জুলাই শহীদদের বিজয় উৎসর্গ করলেন…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে যে ৫ পদে হারল শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
দুপুরে ছাত্রদলের সুপার ফাইভকে অবাঞ্ছিত ঘোষণা : রাতে শোকজ
  • ০৮ জানুয়ারি ২০২৬
চবির বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৭ শি…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুর ২১ পদের ১৬টি শিবিরের, ছাত্রদল ৪-স্বতন্ত্র ১
  • ০৮ জানুয়ারি ২০২৬