‘বড়’ নাম নয়, মাঠের পারফরম্যান্সে চোখ সোহানের

নুরুল হাসান সোহান
নুরুল হাসান সোহান   © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে তারকায় ঠাসা দল গঠন করে শিরোপা জয়ের লক্ষ্যে এগোচ্ছে রংপুর রাইডার্স। এ ছাড়া ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় বিপিএলে এবারও রংপুরের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান কোচ মিকি আর্থার। টানা তৃতীয় মৌসুমে বিপিএলে রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে থাকছেন তিনি। 

জানা গেছে, ২১ ডিসেম্বর বাংলাদেশে পা রাখবেন মিকি আর্থার। যদিও কোচ ঢাকায় আসার আগেই অনুশীলন শুরু করবে রাইডার্সরা। দলীয় সূত্রে জানা গেছে, ১৯ অথবা ২০ ডিসেম্বর থেকেই ঢাকায় অনুশীলন ক্যাম্প শুরু করবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

ঢাকায় টানা কয়েকদিন অনুশীলনের পর ২৪ ডিসেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবে রংপুর। এরপর ২৫ ডিসেম্বর সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে দলটি, যেখানে বিপিএলের প্রথম দিকের ম্যাচগুলো খেলবে তারা।

রবিবার (১৪ ডিসেম্বর) ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্ট লটারির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নুরুল হাসান সোহান। এ সময়ে তিনি বলেন, 'রংপুর সবসময় ভালো টিম করে এবং ফাইনাল খেলার জন্য চেষ্টা করে এবং ওইভাবে টিম করে। তো যেটা বললাম যে আমাদের আসলে মাঠে পারফর্মটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে সবগুলো টিমই খুব ভালো টিম হয়েছে এবং টুর্নামেন্টটাও কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে।'

তিনি আরও বলেন, 'আশা করব ভালো খেলার। আসলে বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। তাই আমরা সবাই চাবো যাতে আমাদের সেরা পারফর্মটা মাঠে করতে পারি ইনশাআল্লাহ।'

উল্লেখ্য, এবার বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে রংপুর। বিদেশি তালিকায় খুশদিল শাহ ছাড়াও খাওয়াজা নাফে, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম, ইফতিখার আহমেদ, ডেভিড মালান রয়েছেন। গত মৌসুমে নাফে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন, অন্যদিকে মুকিমের জন্য বিপিএলে অভিষেক হবে এটি। আর নিলামের পর নেওয়া ফাহিম গত মৌসুমে বরিশালের হয়ে খেলেছিলেন।

এদিকে আগাম চুক্তিতে রংপুর রাইডার্স নিশ্চিত করেছিল টুর্নামেন্টের আগামী আসরের জন্য মোস্তাফিজুর রহমানকে। এ ছাড়া নিলাম থেকে লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগের মতো স্থানীয় ক্রিকেটারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

অন্যদিকে রংপুর এখনো বিপিএলে শিরোপা জিততে না পারলেও নেতৃত্বগুণে নুরুল হাসান সোহান অর্জন করেছেন ব্যাপক প্রশংসা। ধারণা করা হচ্ছে, আসন্ন মৌসুমেও তিনিই দলের নেতৃত্বে থাকবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence