লিটনকে কিনে শুরুতেই রংপুরের ছক্কা, শিরোপার আশায় সমর্থকরা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:০১ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে রংপুর রাইডার্স। নিলামের দ্বিতীয় নাম হিসেবে উঠতেই বাংলাদেশ টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ৭০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে দলটি, যেন শুরুতেই ছক্কা হাঁকার সমতুল্য। এর পাশাপাশি দলে যোগ করেছেন আরও অভিজ্ঞ ও কার্যকর ক্রিকেটারদের। শক্তিশালী সংমিশ্রণ দেখে রংপুর সমর্থকদের মধ্যে শিরোপা জয়ের আশা আরও জোরালো হয়েছে। এবার শিরোপা উত্তরবঙ্গে, রংপুরের ঘরে যাবে বলে প্রত্যাশা তাদের।
গতকালই আয়ারল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ফিফটি করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন লিটন। কিপিং, ব্যাটিং ও নেতৃত্ব—তিন ক্ষেত্রেই অভিজ্ঞতা থাকায় তাকে দলে নিতে আগেই আগ্রহ ছিল রংপুরের। গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ছিলেন লিটন।
লিটনের পরই রংপুর আক্রমণাত্মক বিড করে তাওহীদ হৃদয়কে ৩৫ লাখ ভিত্তিমূল্য থেকে ৯২ লাখ টাকায় দলে ভেড়ায়। তরুণ এই ব্যাটার টি–টোয়েন্টি দক্ষতায় এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত।
এর আগে সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্স দলে নিয়েছে মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে। দুজনই যেমন অভিজ্ঞ, তেমনই কার্যকর ক্রিকেটার। বিদেশিদের মধ্যে তারা আগেই দলে ভিড়িয়েছে খাজা নাফে এবং সুফিয়ান মুকিমকে। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে বেশ শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে দলটি। রংপুর সমর্থকদের প্রত্যাশা, এবারের বিপিএলে তারাই হবে শিরোপার লড়াইয়ের অন্যতম দাবিদার।
রংপুর রাইডার্স
স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান
বিদেশি খেলোয়াড়: খাজা নাফে ও সুফিয়ান মুকিম
নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড় : লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, কামরুল ইসলাম