ছক্কায় সেরা বছর বাংলাদেশের, সবচেয়ে বেশি মারলেন কোন ব্যাটসম্যান?

সাইফ হাসান ১৫ ম্যাচে ২৯টি ছক্কা হাঁকিয়েছেন
সাইফ হাসান ১৫ ম্যাচে ২৯টি ছক্কা হাঁকিয়েছেন  © ফাইল ছবি

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ছক্কার নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। বহু আগেই নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙেছিল দলটি। আর বছরের শেষ ম্যাচে সেই সংখ্যা নিয়ে গেল এক নতুন উচ্চতায়। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের ছক্কার সংখ্যা পেরিয়ে গেল দুই শ!

২০২৪ সালে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ১২২টি ছক্কা। কিন্তু ২০২৫ সালে তানজিদ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ও অন্যদের ব্যাটে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ২০৬–এ।

চলতি বছরে বাংলাদেশের হয়ে ১৮ জন ব্যাটসম্যান ছক্কা হেরেছেন। এর মধ্যে টপ অর্ডারের চার ব্যাটসম্যান তানজিদ, লিটন, পারভেজ ও সাইফ মিলে মেরেছেন ১২৭টি ছক্কা। তানজিদ হাসান এক বছরে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। তার ব্যাটে এসেছে ৪১টি ছক্কা। পারভেজ হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ছক্কা। সাইফ হাসান ১৫ ম্যাচে ২৯টি ছক্কা। লিটন দাস ২৩টি ছক্কা। জাকের আলী ২৩ ইনিংসে ১৯টি ছক্কা। তাওহিদ হৃদয় ১৪টি ছক্কা। শামীম হোসেন মেরেছেন ৯টি। 

গত বছরের তুলনায় তানজিদ, লিটন ও পারভেজদের পারফরম্যান্স উন্নতি হলেও ছক্কায় পিছিয়েছেন হৃদয় ও জাকের। ২০২৪ সালে দুজনই মেরেছিলেন ২১টি করে ছক্কা।

এ বছরে টি–টোয়েন্টিতে বাংলাদেশ মোট তুলেছে ৪২২৯ রান (অতিরিক্ত বাদে), যার প্রায় ২৯ শতাংশই এসেছে ছক্কা থেকে। শুধু ছক্কা নয়, বাউন্ডারিতেও রেকর্ড করেছে বাংলাদেশ, মেরেছে ইতিহাসের সর্বোচ্চ ২৯৮টি চার।


সর্বশেষ সংবাদ