ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৫, ০৪:১৬ PM
রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ‘এ’ এবং ভারত ‘এ’ দল। সেমিফাইনালের দ্বৈরথে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। শুক্রবার কাতারের দোহায় বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে খেলা শুরু হয়।
ব্যাটে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭.৪ বলে ১ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে বাংলাদেশ।
রাইজিং স্টারস এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করে আকবর আলীর দল। দুই জয় ও এক হার নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও শ্রীলঙ্কার কাছে ছয় রানে বাংলাদেশ এ দল।
অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’ দল। ৩ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপসেরা পাকিস্তান। আর দুইয়ে থাকা ভারতের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ ‘এ’ দল
হাবিবুর রহমান সোহান, জিশান আলম, জাওয়াদ আবরার, আকবর আলী (উইকেটকিপার ও অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলি, এসএম মেহরব, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল।