জাহানারা ইস্যুতে বিসিবির তদন্ত কমিটি নিয়ে শঙ্কিত তামিম ইকবাল

১০ নভেম্বর ২০২৫, ০৩:৫১ PM
জাহানারা আলম  ও তামিম ইকবাল

জাহানারা আলম ও তামিম ইকবাল © সংগৃহীত

জাহানারা আলম ইস্যুতে সরগরম দেশের ক্রীড়াঙ্গন। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন জাহানারা, যেখানে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও এনেছেন তিনি। 

এবার এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, বিসিবির তদন্ত কমিটি নিয়ে শঙ্কা আছে। পাশাপাশি সরকারি পর্যায় থেকে কোনো স্বাধীন তদন্ত কমিটি না হওয়ায় হতাশ তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে তামিম লেখেন, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনও কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি।’

সাবেক এ অধিনায়ক লেখেন, ‘গত কয়েক দিনে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাদের প্রায় সবাই বিসিবির উঁচু জায়গা থেকে শুরু করে নানা পদে আছে। বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই।’ 

সরকারের নীরবতার প্রসঙ্গ টেনে তামিম লেখেন, ‘দেশের ক্রিকেটে তোলপাড় পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। আগের লেখায় যেমন বলেছিলাম, তেমনি আবারও দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। নারী অধিকার নিয়ে কাজ করেন, যৌন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারগুলো মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক দিক সম্পর্কে ভালো জ্ঞান আছে, এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি সেখানে থাকতে হবে। এই ব্যাপারগুলোর সুরাহা আমরা যদি ঠিকভাবে করতে না পারি, তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকবো।’ 

এদিকে জাহানারার পাশাপাশি অনেকেই এ নিয়ে মুখ খুলেছেন। তাদের প্রতি সম্মানও জানাচ্ছেন তামিম। দেশসেরা এ ওপেনার বলছেন, ‘যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন, সবার প্রতি সবটুকু সম্মান জানাচ্ছি সাহসিকতার জন্য। এখনও যারা নানা সংকোচে মুখ খুলতে পারছেন না, তাদের বলছি, ইটস নেভার ঠু লেট। আওয়াজ তুলুন, আমরা থাকবো পাশে।’

তিনি যোগ করেন, ‘বিসিবিতে এখন একটা স্লোগান শুনি—ক্রিকেট ফর অল। আমার মনে হয়, এর আগে জরুরি সেফটি ফর অল নিশ্চিত করা। আরেকটি ব্যাপার, দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের দায়িত্বও সবচেয়ে বেশি। আমাদের সবারই উচিত দেশের সব খেলাকে সম্মান করা। প্রতিটি খেলাই আমাদের। প্রতিটি খেলাই বাংলাদেশের।’

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9