অপরাধ প্রমাণের আগে কাউকে অপরাধী বলাও অপরাধ: আসিফ আকবর

০৯ নভেম্বর ২০২৫, ০৪:১৫ PM
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আসিফ আকবর

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আসিফ আকবর © সংগৃহীত

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কমিটিকে ১৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে জাহানারার অভিযোগের পরিপ্রেক্ষিতে চার কর্মকর্তাকে ওএসডি করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বোর্ড সেই সকল ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এই বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।’

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন ও কর্মকর্তা সারফরাজ বাবু।

অন্যদিকে বিসিবি পরিচালক আসিফ আকবরের মতে, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলা যায় না। তিনি মনে করেন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে সবাইকে অন্তত ১৫ দিন অপেক্ষা করা উচিত। তিনি এ-ও আশ্বাস দিচ্ছেন, তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তাহলে বিসিবি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ বলেছেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। তো বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত ১৫ দিন। ১৫ দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় ডেফিনেটলি আমরাই ফেস করবো।’

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে আসছে টাইগ্রেসরা। যদিও সর্বশেষ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আর কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। তবে আসিফের বিশ্বাস, পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে মাঠের বাইরের এমন সমস্যাগুলোর দ্রুত সমাধান অত্যন্ত জরুরি।

আসিফ বলেন, ‘আমরা তো বিশ্বাস করি যে আজকে নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে এ সমস্ত ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে এবং খুব কঠোরভাবে সলভ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা বোর্ডে মাত্র নতুন দেড় মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া, যেগুলো হয়েছে অতীতে, সেগুলো যেন আমরা আর ক্যারি না করি। আমরা একটু ধারাবাহিকতা যেন বন্ধ করে দেই আমরা। সেই চেষ্টা করে যাচ্ছি।’ 

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নে…
  • ১৭ জানুয়ারি ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীর প্রতিষ্ঠান ‘আইসিটি বাংলা ডটকম’ প…
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২
  • ১৭ জানুয়ারি ২০২৬
শেষ মুহূর্তে সমঝোতা ভেঙে গেল কেন, কারণ জানালেন ইসলামী আন্দো…
  • ১৭ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9