সোশ্যাল মিডিয়ায় ‘জেমাইমা জ্বর’, প্রশংসায় মেতেছেন কিংবদন্তি ক্রিকেটাররাও 

জেমাইমা রদ্রিগেজ
জেমাইমা রদ্রিগেজ  © সংগৃহীত

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সে ভারতকে ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমাইমা রদ্রিগেজ। আমানজত কৌরের চার মারতেই শুরু হয়েছিল উৎসব, যা মুম্বাই সীমা ছাড়িয়ে পুরো দেশকে আনন্দে মাতিয়ে রেখেছে। ৩৩৯ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করে ভারতের এই রেকর্ডজয় ক্রিকেট বিশ্বের নজর কাড়েছে।

২৫ বছর বয়সী জেমাইমা সেমিফাইনালে ক্যারিয়ারের সেরাটাই উজাড় করেছেন। ১৩৪ বলে ১৪ চারে ১২৭ রান করে অপরাজিত থাকা জেমাইমা ম্যাচসেরার পুরস্কারও অর্জন করেছেন। ম্যাচ শেষে চোখের পানি সামলে রাখতে পারেননি ভারতীয় এই নারী ক্রিকেটার।

তার এই অসাধারণ ইনিংস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ‘জেমাইমা জ্বর’ যেন ভাইরাসের মতো ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি সহ অসংখ্য ক্রিকেট অনুরাগী এবং সমর্থক জেমাইমার প্রশংসায় ভাসিয়েছেন।

আরও পড়ুন: ভারতের জেমাইমার খেলা দেখে ‘ভাষা’ হারিয়ে ফেলেছেন বাংলাদেশের পেসার মারুফা

জেমাইমার ইনিংসের ফলে ভারত নারী ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে। এর আগে বিশ্বকাপে ভারত নারী দল ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। সর্বোচ্চ রান তাড়া করে জেতার আগের রেকর্ড ছিল ২৬৪। তাই জেমাইমার পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে।

‘চেজ মাস্টার’খ্যাত ভারতীয় তারকা বিরাট কোহলি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমাদের দলের অসাধারণ জয়! মেয়েদের দুর্দান্ত রান তাড়া এবং বড় ম্যাচে জেমাইমার পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। এটি ধৈর্য, বিশ্বাস ও আবেগের এক প্রকৃত উদাহরণ।’

ভারতের ছেলেদের জাতীয় দলের অধিনায়ক শুবমান গিলও মন্তব্য করেছেন, ‘ভারত নারী দলের কাছ থেকে অদম্য মনোবল ও অসাধারণ প্রচেষ্টা দেখা গেল। এটি এমন এক ইনিংস, যা মনে রাখার মতো।’

জেমাইমার এই ইনিংস শুধু ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসেই নয়, বিশ্ব নারী ক্রিকেটের কাতেও স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছে। ইতিমধ্যে জেমাইমা হয়ে উঠেছেন নারী ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ আইকন।


সর্বশেষ সংবাদ