ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার

বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের উল্লাসের পর এবার টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ (২৭ অক্টোবর) মুখোমুখি হবে দল দুটি।

এই সিরিজ দিয়েই আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা। তবে এমন পরিস্থিতিতে টস–ভাগ্য সহায় হয়নি চোট থেকে সেরে উঠে দলে ফেরা অধিনায়ক লিটন দাসের।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। এতে লিটনের দলকে ফিল্ডিং করতে হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

লিটনের অনুপস্থিতিতে গেল সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী অনিক। তার দুর্দান্ত অধিনায়কত্বে আফগানদের রীতিমতো ধবলধোলাই করেছিল সফরকারীরা। কিন্তু সেই জাকেরই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশে জায়গা পাননি। দুই স্পিনার নাসুম-রিশাদের সঙ্গে তাসকিন ও মোস্তাফিজের পাশাপাশি তানজিম পেস ইউনিট সামলাবেন।

অন্যদিকে পেস অলরাউন্ডার নির্ভর একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেইফার্ড একাদশে রয়েছেন। এছাড়া আকিল হোসেন ও খেরি পেরি স্পিন বিভাগের দায়িত্ব আছেন।

এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৭ বছর পর টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। সবশেষ ২০১৮ সালে সিলেট ও মিরপুরে অনুষ্ঠিত সিরিজে ২–১ ব্যবধানে জিতেছিল সফরকারীরা।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানজে, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, রোমারিও শেইফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, খেরি পেরি, জাইডেন সিলস।


সর্বশেষ সংবাদ