দর্শকশূন্য মিরপুর, নেই চিরচেনা সেই আবহ
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:০৬ PM
আফগানিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক আর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ পরাজয়ের তিক্ত স্বাদ নেয় বাংলাদেশ। সবমিলিয়ে সবশেষ ১২ ম্যাচে জয় মাত্র একটি। এমন হতাশাজনক ফর্ম পেছনে ফেলতে এবার ঘরের মাঠে নতুন করে শুরুর প্রত্যয় টাইগারদের। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, মঞ্চও চেনা মিরপুর।
যদিও এশিয়া কাপে ব্যর্থ মিশনের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ; দুই দফা ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে পড়ে লাল-সবুজের ক্রিকেটাররা।
দেশে ফেরার সময় বিমানবন্দরে তাসকিন আহমেদ, নাঈম শেখ ও তাওহীদ হৃদয়কে দুয়ো শুনতে হয়, এমনকি কিছু ক্রিকেটারকে পরিবারের সামনে হেনস্তার শিকারও হতে হন, যা নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক।
এমন প্রেক্ষাপটে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে গ্যালারিতে সেই ক্ষোভের প্রকাশ ঘটবে কি না, তা নিয়েও চলছিল আলোচনা। মাঠের পারফরম্যান্সের সঙ্গে দর্শকদের প্রতিক্রিয়া কী হয়, সেটিও আলোচনায় ছিল।
আর ক্রিকেটপ্রেমীরা সত্যিই কি মুখ ফিরিয়ে নিচ্ছেন, তা সময়ই বলবে। তবে সিরিজের শুরুটা মোটেই ইতিবাচক নয়। হোম অব ক্রিকেটে প্রথম ওয়ানডেতেই স্পষ্ট দর্শকখরা দেখা গেল।
দুপুর দেড়টায় ম্যাচ শুরু হলেও গ্যালারিতে দুই হাজার দর্শকও আসেননি। সবমিলিয়ে স্টেডিয়ামের গেটগুলো ছিল ফাঁকা; না ছিল কোনো তাড়াহুড়ো, না ছিল দর্শকদের সেই চিরচেনা ভিড়।
অবশ্য মাহিদুলের অভিষেক দিনে ব্যাট হাতে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় ওভারের শেষ বলে বিদায় নেন ওপেনার সাইফ হাসান। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই ৪ রান করে ফেরেন সৌম্য সরকার। জেইডেন সিলসের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
খেলার চেয়ে যেন স্টেডিয়ামের নীরবতাই বেশি চোখে পড়ছে আজ। পুরো মিরপুর গ্যালারি প্রায় ফাঁকা, এক নিস্তব্ধ, খাঁ খাঁ করা পরিবেশে চলছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। দর্শকের উপস্থিতির অভাব যেন মাঠের আবহকেও নিস্প্রাণ করে তুলেছে।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই মাহিদুলের অভিষেক কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি প্রশ্ন থেকেই যাচ্ছে, এই গুরুত্বপূর্ণ ম্যাচেও দর্শক না থাকায় কি ক্রিকেটের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, নাকি এটি শুধুই একদিনের চিত্র!