ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক, একাদশে নেই জাকের © টিডিসি ফটো
আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার পর ফের আফগানিস্তানের সঙ্গে সিরিজ পরাজয়ের তিক্ত স্মৃতি নিয়ে আবারও ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সবমিলিয়ে চলতি বছরে নিজেদের প্রিয় ফরম্যাটে প্রশান্তির সন্ধানে মেহেদী হাসান মিরাজের দল। এবার ঘরের মাঠে ক্যারিবিয়ানদের সঙ্গে এই সিরিজে লাল-সবুজ শিবিরে বাড়তি চাপ হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অলিখিত সমীকরণও বাসা বেধেছে। এমন পরিস্থিতিতে টস ভাগ্যও সহায় হয়নি স্বাগতিকদের।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো মাহিদুল ইসলাম অঙ্কনের। জাতীয় দলের জার্সিতে ১৫৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলছেন তিনি। ম্যাচ শুরুর আগে সতীর্থ সাইফ হাসানের হাত থেকে ক্যাপ গ্রহণ করেন তিনি। এর আগে, বাংলাদেশের হয়ে একটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। মিডল-অর্ডারের ঘাটতি পূরণে প্রথমবার ডাক পাওয়া অঙ্কন আজই একাদশে জায়গা পেলেন।
এছাড়া দীর্ঘদিন পর সৌম্য সরকার একাদশে ফিরেছেন। দুই অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একাদশে ঢুকেছেন।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমাজিও শেইফার্ড, গুডাকেশ মোতি, জাইডেন সিলস, খেরি পেরি।