বাদ পড়লেন জাকের আলী, একাদশে চার পরিবর্তন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:০৪ PM
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজদের সামনে এখন সিরিজে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য। তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।
হোয়াইটওয়াশ এড়ানোর এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিম হাসান তামিমের বদলে এসেছেন নাইম শেখ, জাকের আলীর বদলে শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিবের জায়গায় নাহিদ রানা আর মোস্তাফিজুর রহমানের বদলে এসেছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশে চার পরিবর্তন:
মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, হাসান মাহমুদ