ওয়ানডে সিরিজ শুরুর আগ মুহূর্তে আফগান স্কোয়াডে পরিবর্তন
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০১:৫৭ PM
আসন্ন বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ সালিম। কুঁচকির চোটের কারণে আবুধাবিতে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী বুধবার (৮ অক্টোবর)। ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, চোট কাটিয়ে ওঠার জন্য সালিম এখন পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বোর্ডের হাই-পারফরম্যান্স সেন্টারে যাবেন। তার অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি।
২৩ বছর বয়সী মোহাম্মদ সালিম এখন পর্যন্ত আফগানিস্তানের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন। ২০২৩ সালের জুলাইয়ে দুটি ম্যাচই বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন। এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার, যা এখন পর্যন্ত তার একমাত্র টেস্ট ম্যাচ।
অন্যদিকে বিলাল সামির আফগানিস্তানের জার্সিতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কেবল এক ম্যাচের। ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক তার। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলে ৪৪ উইকেট শিকার করেছেন সামি। বয়সভিত্তিক পর্যায়েও পরিচিত মুখ তিনি। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানদের পাঁচ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: বিসিবির বোর্ড মিটিং আজ, আলোচনায় থাকছে যেসব বিষয়
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলি খিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।