বিক্রি হবে কোহলির বেঙ্গালুরু; দাম কত, নেপথ্যে কী?

০১ অক্টোবর ২০২৫, ১০:৩২ AM
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু © সংগৃহীত ছবি

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি হতে চলেছে। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল দলটি বিক্রি হবে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। দলটি পুরোপুরি বিক্রি হয়ে যেতে পারে বলেই ইঙ্গিত মিলছে। আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনই ইঙ্গিত দিয়েছেন।

ললিত মোদি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘অনেক দিন ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রির গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার মালিকপক্ষ সত্যিই (ফ্র্যাঞ্চাইজি) বিক্রি করতে চাইছে। দলটি গত মৌসুমে আইপিএল জিতেছে, বিশাল ফ্যানবেস আছে, দল হিসেবেও ভালো, টিম ম্যানেজমেন্টও দারুণ। সম্ভবত এটাই একমাত্র দল, যেটি পুরোটাই কেনা যাবে। আমি নিশ্চিত বড় কোনো বৈশ্বিক তহবিল বা সার্বভৌম তহবিল এই দলে বিনিয়োগ করতে চাইবে।’

ভারতীয় ধনকুবের আদর পুনাওয়ালা পুরো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি কিনতে চান। ৪৪ বছর বয়সী আদর বর্তমানে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান। ২০০ কোটি ডলারে (২৪ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ টাকায়) কেনা যাবে গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলের ইতিহাসে এই প্রথম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৫ আসরে চ্যাম্পিয়ন হয়েছে। বহু প্রতীক্ষার পর দীর্ঘ ১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিরাট কোহলির দলটি প্রথম ট্রফি জিতে নেয় ।একসময় এই দলে খেলেছেন ক্রিস গেইল ও এবিডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তিরা। বর্তমানে দলের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে প্রায় ৩,২৭৯ কোটি টাকা—যা চেন্নাই সুপার কিংস (২,৮৬৪ কোটি) ও মুম্বাই ইন্ডিয়ানস (২,৯৫০ কোটি)–এর চেয়েও বেশি। তবুও, চ্যাম্পিয়ন হওয়ার মৌসুমেই দল বিক্রির সিদ্ধান্ত নিল বর্তমান মালিকপক্ষ।

দল বিক্রির পেছনে বড় একটি কারণ হিসেবে ধরা হচ্ছে বেঙ্গালুরু ট্র্যাজেডিকে। গত ৪ জুন, আইপিএল শিরোপা জয়ের উদযাপন চলাকালে পদদলিত হয়ে ১১ জন মারা যান, আহত হন অর্ধশতাধিক। কর্ণাটক রাজ্য সরকার এই ঘটনায় ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষকে দায়ী করে, যার ফলে তারা আইনি জটিলতায় পড়ে। এটি বিক্রির সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলেই ধারণা।

২০০৮ সালে প্রতিষ্ঠাতার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা ছিল ভারতের বৃহত্তম অ্যালকোহল কোম্পানি ইউনাইটেড স্পিরিটসের চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী বিজয় মালিয়ার হাতে। ২০১৫ সালে মালিকানায় হাতবদল হয়। ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান মালিক যুক্তরাজ্যের অ্যালকোহল কোম্পানি ডিয়াজিও। ইউনাইটেড স্পিরিটস ডিয়াজিওরই একটি সহযোগী প্রতিষ্ঠান।

ডিয়াজিও ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রবীণ সোমেশ্বর জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন তাদের কাছে ব্যবসার মূল অংশ নয়, ‘আরসিবি নিঃসন্দেহে দারুণ একটি ব্যবসা। কিন্তু এটি ডিয়াজিওর মূল ব্যবসার মধ্যে পড়ে না।’

২৪ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ টাকা পেলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা ছেড়ে দেবে কি না, সেটি আনুষ্ঠানিকভাবে জানায়নি ডিয়াজিও কর্তৃপক্ষ। কোম্পানিটির এক মুখপাত্র বলেছেন, ‘বাজারে চলতে থাকা গুঞ্জন নিয়ে আমরা মন্তব্য করি না। আদর পুনাওয়ালা পুরো ফ্র্যাঞ্চাইজিই কিনতে চান। তবে তিনি সংবাদমাধ্যমে এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।

সংবাদসূত্র: সিএনবিসি টিভি১৮

 

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি
  • ১৭ জানুয়ারি ২০২৬
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9