আইপিএল শিরোপা জয়ের পর কোহলি বললেন, আজ রাতে শিশুর মতো ঘুমাব

বিরাট কোহলি
বিরাট কোহলি  © ফাইল ফটো

অবশেষে ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছে। বুধবার (৪ জুন) রাতে ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে এই ঐতিহাসিক জয় অর্জন করে দলটি।  

জয়ের পর দলের প্রাণভোমরা বিরাট কোহলি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, আমি এই দলের জন্য আমার যৌবন, সেরা সময় এবং অভিজ্ঞতা সবকিছুই দিয়েছি।

কোহলি আরও বলেন, এই জয় শুধু আমাদের দলের নয়, এটি আমাদের সমর্থকদের জন্যও।  ১৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে এই মুহূর্তটি আমাদের জন্য অবিশ্বাস্য।

তিনি আরও বলেন, আমি কখনো ভাবিনি এই দিনটি আসবে।  শেষ বলটি হওয়ার পর আমি আবেগে ভেসে গিয়েছিলাম। এই জয় আমার জন্য অনেক কিছু। আমি এই দলের জন্য আমার সমস্ত শক্তি দিয়েছি।  অবশেষে আইপিএল জেতা একটি অসাধারণ অনুভূতি।

অনুভূতি জানিয়ে জয়ের পর কোহলি বলেন, আজ রাতে আমি শিশুর মতো ঘুমাব।

কোহলি আরও বলেন, আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে, আমার আত্মা বেঙ্গালুরুর সঙ্গে, এবং যতদিন আমি আইপিএল খেলব, এই দলের হয়েই খেলব। 

ঐতিহাসিক জয়ের পর কোহলি মাঠে কান্নায় ভেঙে পড়েন এবং স্ত্রী অনুষ্কা শর্মাকে জড়িয়ে ধরেন।  এই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।  


সর্বশেষ সংবাদ