ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কোচ

মিঠুন মানহাস
মিঠুন মানহাস  © সংগৃহীত

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হিসেবে সাবেক ভারতীয় ক্রিকেটার মিঠুন মানহাস দায়িত্ব গ্রহণ করেছেন। বিসিসিআইয়ের ৩৭তম সভাপতি ৪৫ বছর বয়সী মানহাস। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) মিঠুনকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। একইসঙ্গে বোর্ড ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের বিষয়েও নিশ্চিত করেছে বিসিসিআই।

এর আগে, বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী ও রজার বিনি। তবে, ৭০ বছর পূর্ণ হওয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান রজার বিনি। অন্যদিকে কিছুদিন আগেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন সৌরভ। 

ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেছিলেন মিঠুন। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটের পাশাপাশি আইপিএলে ৫৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। সবমিলিয়ে ২৭ সেঞ্চুরির পাশাপাশি ৪৯ ফিফটি হাঁকিয়েছেন তিনি। ২০০৭-০৮ মৌসুমে দিল্লির রঞ্জি ট্রফি জয়েও ৯২১ রান করে অবদান রাখেন মানহাস।  

এছাড়া আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া (বর্তমানে বিলুপ্ত) এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মানহাস।

এদিকে খেলা ছাড়ার পর কোচিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন মানহাস। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) সহকারী কোচের দায়িত্বে ছিলেন। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন। পাশাপাশি, ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে গুজরাট টাইটান্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেন মানহাস।


সর্বশেষ সংবাদ