৪১ বছরের অপেক্ষা ঘুচিয়ে আজ ভারত-পাকিস্তান ফাইনাল

ভারত-পাকিস্তান
ভারত-পাকিস্তান  © সংগৃহীত ছবি

৪১ বছরের এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। অন্যদিকে, পাকিস্তান এসেছে নানা উত্থান-পতন পেরিয়ে। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে পাকিস্তান এরই মধ্যে দুটি ম্যাচ হেরেছে—দুটিই ভারতের বিপক্ষে, একটি গ্রুপ পর্বে, অন্যটি সুপার ফোরে। আজকের ফাইনাল তাই পাকিস্তানের জন্য প্রতিশোধের বড় সুযোগ।

ভারতের মূল শক্তি তরুণ ওপেনার অভিষেক শর্মা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার একাই ভারতীয় ব্যাটিং লাইনআপকে ভরসা দিয়েছেন। তবে ভারতের মিডল অর্ডার ততটা শক্তিশালী নয়। অভিষেককে দ্রুত ফেরাতে পারলে পাকিস্তানের দুশ্চিন্তা অনেকটা কমবে।

তবে পাকিস্তানের বড় সমস্যা তাদের ব্যাটিং। পুরো টুর্নামেন্টে দলটি বেশি নির্ভর করেছে বোলারদের ওপর। ব্যাটিং ছিল বেশ দুর্বল। এমনকি বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার ম্যাচেও তারা করেছিল মাত্র ১৩৫ রান। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে ব্যাটিং বিপর্যয় কাটাতেই হবে।

ম্যাচের ফলাফলে টসও বড় ভূমিকা রাখতে পারে। দুবাইয়ের কন্ডিশনে রাতে ডিউ পড়ার সম্ভাবনা থাকে, যা দ্বিতীয় ইনিংসে বল করা কঠিন করে দেয়। তাই টস জিতে আগে বোলিং নিতে পারেন দুই দলের অধিনায়কই।

এই ম্যাচ শুধু একটি ফাইনাল নয়—এটি দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা, ইতিহাস ও আবেগের লড়াই। একদিকে টুর্নামেন্টে আধিপত্য দেখানো ভারত, অন্যদিকে প্রতিশোধের মানসিকতা নিয়ে নামা পাকিস্তান—সব মিলিয়ে আজকের ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

 


সর্বশেষ সংবাদ