সাফ অনূর্ধ্ব–১৭
আবারও ভারতের কাছে হারল বাংলাদেশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ AM
সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের ফাইনালে আবারো ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দল ২–২ গোলে ড্র করলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকারে ৪–১ ব্যবধানে হেরে যায় লাল–সবুজের দল।
ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ৪ মিনিটেই ভারতের দালামুয়োন গাত্তি গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ২৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান বাংলাদেশের মোহাম্মদ মানিক। প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল হজম করে বাংলাদেশ। গোলরক্ষক আলিফ রহমানের হাত ছুঁয়ে বল চলে যায় ভারতের আজলান শাহের সামনে, সহজেই গোল করে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ভালো খেলেছে, একাধিক সুযোগ তৈরি করে। ৫১ মিনিটে নাজমুলের শট পোস্টে লাগে, আর ৫৫ মিনিটে সাব্বির ইসলাম গোলের সামনে বল পেয়ে সুযোগ নষ্ট করেন। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ফেরে বাংলাদেশ। যোগ করা সময়ের শেষ মিনিটে সাব্বির ইসলামের লম্বা থ্রো থেকে দারুণ শটে গোল করেন ইহসান হাবিব। স্কোরলাইন হয় ২–২।
টাইব্রেকারে শুরুতেই খেই হারায় বাংলাদেশ। প্রথম শটে ইকরামুল ইসলাম বল মারেন ক্রসবারে, আর দ্বিতীয় শটে আজম খান বল তুলে দেন ভারতের গোলকিপারের হাতে। ভারতের চারটি শটই সফল হওয়ায় ৪–১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা।
এর আগে গত বছরও এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। শুধু অনূর্ধ্ব–১৭ নয়, বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে এটি টানা চতুর্থ ফাইনাল হার ভারতের বিপক্ষে। এর মধ্যে দুটোই টাইব্রেকারে।