ভারতের যেসব দুর্বলতায় শিরোপা স্বপ্ন বুনতে পারে পাকিস্তান
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ PM
এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত। ৬ ম্যাচের ছয়টিতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। লক্ষ্য—রেকর্ড নবমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন।
অন্যদিকে, নাটকীয়ভাবে সুপার ফোর পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। কার্যত সেমিফাইনালে রূপ নেওয়া ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১ রানের কষ্টার্জিত জয় পেয়েছে সালমান আলি আগারার দল। ১৩ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে এখন একদম শেষ ধাপে তারা।
এদিকে ভারতের পারফরম্যান্স যতই দাপুটে হোক না কেন, দলটির ভেতরে কিছু দুর্বলতাও স্পষ্ট। সবচেয়ে বড় বিষয়, অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই ফর্মে নেই। শেষ তিন ম্যাচে করেছেন মাত্র ১৭ রান, যা দলের জন্য উদ্বেগের কারণ।
এছাড়া ওপেনার অভিষেক শর্মা ও অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও ইনজুরিতে ভুগছেন। ভারতের ব্যাটিং অর্ডারে চলছে লাগাতার পরীক্ষা-নিরীক্ষা। কখনো সঞ্জু স্যামসন, কখনো তিলক বার্মা—বারবার ব্যাটিং পজিশন বদলানোয় প্রশ্ন উঠেছে দলের কৌশল নিয়েও।
বোলিংয়েও সমস্যা বিদ্যমান। শ্রীলঙ্কার বিপক্ষে জাসপ্রিত বুমরাহ বিশ্রামে থাকায় হার্ষিত রানা সুযোগ পেয়েছিলেন, কিন্তু একেবারেই ছন্দে ছিলেন না এই পেসার। তার লাইন ও লেংথ ছিল অনিয়ন্ত্রিত। একপর্যায়ে পাথুম নিশঙ্কা একাই ম্যাচ ভারতের হাত থেকে কেড়ে নিচ্ছিলেন, কুলদীপ যাদবরা সঠিক সময়ে জ্বলে না উঠলে সেটা হয়েও যেত।
তবে, সবচেয়ে দুশ্চিন্তার বিষয়—ম্যাচে ক্যাচ মিস। সুপার ফোরে ভারতের হয়ে চারটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলার ঘটনা ঘটেছে, যা বড় ম্যাচে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
চলতি আসরে ভারতের বিপক্ষে এরই মধ্যে দুইবার মুখোমুখি হয়ে দুবারই হেরেছে পাকিস্তান। দুটি ম্যাচেই কার্যত প্রতিরোধ গড়তে পারেনি তারা। তবে ফাইনালের আগে কিছু ইতিবাচক দিকও রয়েছে।
পাকিস্তান দলে শাহিন আফ্রিদি, হারিস রউফদের মতো আগ্রাসী বোলার রয়েছেন, বড় ম্যাচে ভয়ংকর হয়ে উঠতে পারেন তারা। ব্যাটাররা একটি ভালো দিন কাটালে ম্যাচ ঘুরে যেতে পারে মুহূর্তেই।
তবে ভারতের বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতা মানসিকভাবে দলকে চাপে ফেলতে পারে। যদিও পাকিস্তানকে আর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ বলে মনেই করছেন না বলে অকপটেই জানান অধিনায়ক সূর্যকুমার যাদব।
পরিসংখ্যান বলছে, ভারতই এগিয়ে। তবে ক্রিকেট এমন এক খেলা যেখানে মুহূর্তেই পাল্টে যেতে পারে গল্পের মোড়। আর সেই গল্প যদি হয় ভারত-পাকিস্তান ম্যাচ, তাহলে উত্তেজনার পারদ সবসময়ই ঊর্ধ্বমুখী থাকে। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি এই দুই দল—এটাই বলছে, ইতিহাসের পাতায় রচিত হতে চলেছে এক নতুন অধ্যায়।