আইসিসিতে ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

এশিয়া কাপে মাঠের বাইরেই আসল লড়াইটা হচ্ছে ভারত-পাকিস্তানের। ২২ গজে ম্যান ইন ব্লু’রা ২-০’তে এগিয়ে থাকলেও চোখে চোখ রেখেই লড়ছে পাকিস্তান। এবার একে অপরের ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে ভারত-পাকিস্তান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’।

পাকিস্তানের পেসার হারিস রউফ ও ওপেনার সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গেল ২১ সেপ্টেম্বর হাফ-সেঞ্চুরির পর একে-৪৭ বন্দুক চালানোর মতো ভঙ্গিতে উদ্‌যাপন করেন ফারহান। এই অঙ্গভঙ্গির বেশ সমালোচনা করেন ভারতীয় সমর্থকেরা। এরপর বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত করে ভারতীয় দর্শকদের উদ্দেশে হাত নাড়েন রউফ। এ নিয়ে অভিযোগে বলা হয়েছে, ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ করার ইঙ্গিত এটি।

ঘটনা এখানেই শেষ নয়, ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মার ঝোড়ো সূচনার পর তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন রউফ। এসব ঘটনায় আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বিসিসিআই।

এ নিয়ে আইসিসি জানিয়েছে, পাকিস্তানি দুই ক্রিকেটার যদি দায় অস্বীকার করেন, তবে শুনানি বসবে। শুনানির দায়িত্বে থাকবেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

দোষ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারেন রউফ ও ফারহান। ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসির কাছে মেইলে অভিযোগ দায়ের করেছে বিসিসিআই। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণের খবর, প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও আইসিসিতে জমা দিয়েছে বিসিসিআই।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দৈনিক জাগরণকে বলেন, ‘এ ধরনের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী। আমরা (ম্যাচ রেফারি) অ্যান্ডি পাইক্রফটের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছি এবং কঠোর ব্যবস্থা দাবি করেছি। শুধু অভিযোগই নয়, রউফ ও সাহিবজাদার (ফারহান) আচরণের ভিডিও প্রমাণও মেইলে সংযুক্ত করা হয়েছে।’

অবশ্য, নিজের উদ্‌যাপন নিয়ে নির্ভার ফারহান। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ওটা আসলে হঠাৎ মাথায় আসা একটা ব্যাপার। আমি সাধারণত ফিফটি বিশেষ উদ্‌যাপন করি না। কিন্তু হঠাৎই ফিফটি করার পর ওইভাবে উদ্‌যাপন করার ভাবনা এলো। কে কীভাবে নেবে, সেটা নিয়ে ভাবিনি।’

অন্যদিকে, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গেল ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ভারতীয় সেনাদের জন্য জয় উৎসর্গ করে বক্তব্য দেন সূর্যকুমার। 

পিসিবির দাবি, এ মন্তব্য রাজনৈতিক। তবে পিসিবির অভিযোগের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পিটিআই। তবে দৈনিক জাগরণ জানিয়েছে, সূর্যকুমারের কাছ থেকেও ব্যাখ্যা চেয়েছেন আইসিসি রেফারি রিচি রিচার্ডসন। 

বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সং…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন শেষে ফেরার পথে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9