অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশকে কখনো হারাতে পারেনি পাকিস্তান

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ PM
আজ অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

আজ অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান © সংগৃহীত

এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বরাবরই এগিয়ে। এর আগে দুইবার এই মঞ্চে মুখোমুখি হয়ে দু’বারই জয়ের হাসি ফুটিয়েছে টাইগাররা। চলতি আসরেও সেই একই দৃশ্যপট—অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।

এশিয়া কাপের শিরোপা এখনো ওঠেনি বাংলাদেশের হাতে। তবে এশিয়ার সেরা এই প্রতিযোগিতায় তিনবার ফাইনালে খেলেছে লাল-সবুজের দল। ২০১২ ও ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ফাইনালে উঠেছিল তারা। প্রতিবারই দুর্ভাগ্যবশত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

প্রথমবার ফাইনালের স্বাদ আসে ২০১২ সালে। সেবার ওয়ানডে ফরম্যাটে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। টানটান উত্তেজনায় ভরা সেই ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায় মাত্র ২ রানে।

২০১২ সালের ফাইনাল হারের পর আবারও ফাইনালের দেখা পায় ২০১৬ সালে। তার আগে রূপ নেয় অঘোষিত সেমিফাইনালের, প্রতিপক্ষ সেই পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৯ রানে পাকিস্তানকে আটকে ফেলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে টানটান উত্তেজনায় পাঁচ বল হাতে রেখে জয় পায় মাশরাফি বিন মর্তুজার দল।

আর তাতেই ফাইনালের টিকিট নিশ্চিত হয় স্বাগতিক বাংলাদেশের। যদিও ফাইনালে ভারতের কাছে হেরে সে সময়ে এশিয়া সেরা হওয়ার স্বপ্ন আর পূরণ হয়নি বাংলাদেশের। তার দু-বছর পর ২০১৮ সালে আবারও ফাইনাল খেলে বাংলাদেশ, তার আগেও আবারও রূপ নেয় অঘোষিত সেমিফাইনাল! প্রতিপক্ষ সেই চিরচেনা পাকিস্তান। সেদিন প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের দারুণ ইনিংসের সুবাধে বাংলাদেশ সংগ্রহ করে ২৩৯ রান। ২৪০ রানের জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে।

মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থেমে যায় ২০২ রানে। এই জয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ভারতের বিপক্ষে। ফাইনালে আবারও হেরে বসে ভারতের বিপক্ষে, হয়নি স্বপ্ন ছোঁয়া লাল-সবুজের দলের। ২০১৮- এর পর আর এশিয়া কাপের ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের, লম্বা সময় বিরতির পর আজ আবারও ফাইনালে যাওয়ার সুযোগ টাইগারদের সামনে! সুপার ফোরে ভারতের সাথে হেরে টাইগারদের জন্য সুপার ফোরের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত সেমিফাইনাল, প্রতিপক্ষ সেই পাকিস্তান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। ইতিহাস বলে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তান কখনোই হারাতে পারেনি বাংলাদেশকে।

আজও সেই ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচ হেরে ভারপ্রাপ্ত অধিনায়কের কণ্ঠেও শোনা গেছে আশার বাণী, আমরা জিতছে এসেছি, আমরা ফাইনাল খেলতে এসেছি, অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে আমরাই ফাইনালে যাব।

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি
  • ১৭ জানুয়ারি ২০২৬
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9