মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত সুপার ফোর মহারণ
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ PM
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে জয় পেলেই ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভারতের বিপক্ষে এগিয়ে থেকে খেলতে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত টুর্নামেন্টে সেরা বোলিং পারফরমেন্স দেখিয়েছে টাইগাররা। তাই, মাঠে নামার আগে মানসিকভাবেও চাঙ্গা থাকবে তারা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) শ্বাসরুদ্ধকর এক ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩ বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়ার কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।
এদিকে মহাদেশীয় কিংবা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের লাইভ ম্যাচ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলেই বাংলাদেশ-ভারত মহারণ দেখা যাবে। স্পোর্টসভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে দেখা যাবে ম্যাচটি। মোবাইল ও অনলাইনে টফি অ্যাপ এবং ট্যাপম্যাড অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে। এছাড়া স্পোর্টস জেডএফওয়াই, এইচডি স্ক্রিনেও ম্যাচটি সরাসরি দেখা যাবে।