ফাইল ছবি © সংগৃহীত
গ্রুপ পর্বেই এশিয়া কাপের অভিযান শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার কল্যাণে আফগানিস্তানের বিদায়ে নতুন সুযোগের দুয়ার খুলেছে। এবার সুপার ফোরের প্রথম ম্যাচে সেই লঙ্কার বিপক্ষেই নামছে লিটন দাসের দলের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি।
শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও লেগ স্পিনার রিশাদ হোসেন বাদ পড়েছেন। তাদের পরিবর্তে অফ-স্পিনার মেহেদী হাসান ও পেসার শরীফুল ইসলাম একাদশে ঢুকেছেন।
অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই। আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিথ ভেল্লালাগেও খেলছেন।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।