দেশব্যাপী বাংলার ম্যাথের ক্যাম্পাস এক্টিভেশন, লক্ষ্য এবার ন্যাশনাল রাউন্ড

ক্যাম্পাস এক্টিভেশন
ক্যাম্পাস এক্টিভেশন  © টিডিসি ফটো

বিএমটিসি (BMTC) ২০২৫ আয়োজন উপলক্ষে সারাদেশব্যাপী ব্যাপক ক্যাম্পাস এক্টিভেশন কার্যক্রম সম্পন্ন করেছে বাংলার ম্যাথ। ২৫ আগস্ট ২০২৫ থেকে শুরু হওয়া এই কার্যক্রমে দেশের প্রায় ২০টি খ্যাতনামা স্কুল ও কলেজে অংশগ্রহণমূলক আয়োজন করা হয়।

প্রথমে ঢাকা মহানগরের মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে এক্টিভেশন কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে জামালপুর, সৈয়দপুর, রংপুরসহ দেশের বিভিন্ন জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শিক্ষার্থীদের গণিত চর্চায় আগ্রহ বাড়াতে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের সায়েন্স ক্লাব ও ম্যাথ ক্লাবের উদ্যোগে তিন দিনের একটি গাণিতিক কর্মশালা (ম্যাথ ওয়ার্কশপ) অনুষ্ঠিত হয়।

IMG_20250904_151910

এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, দ্য আগা খান একাডেমি ঢাকা, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল, এক্সেল একাডেমি ঢাকা, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর, বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ রংপুর, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজসহ বহু প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় এক্টিভেশন প্রোগ্রাম।

IMG_20250904_151008

বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসহ আরও অনেক প্রতিষ্ঠানে ক্যাম্পাস প্রতিনিধি ও ক্লাব পার্টনারদের মাধ্যমে সফলভাবে কার্যক্রম পরিচালনা করা হয়। এই এক্টিভেশন কার্যক্রম ৯ সেপ্টেম্বর ২০২৫-এ শেষ হয়।

এরপর ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় অনলাইন সিলেকশন রাউন্ড, যেখানে দেশের প্রায় ৫০ টি জেলার প্রায় ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২,৫০০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত প্রায় ৭০০ শিক্ষার্থীকে নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার জাতীয় পর্ব (ন্যাশনাল রাউন্ড)।


সর্বশেষ সংবাদ