‘বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত

জাতীয় পর্বের বিজয়ীরা
জাতীয় পর্বের বিজয়ীরা  © ফাইল ফটো

‘বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এটি অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে শিক্ষার্থী যে শ্রেণিতে পড়াশোনা করছেন, সেই শ্রেণিতেই রেজিস্ট্রেশন করতে পেরেছেন তারা। 

সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে গণিত প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকরা ভেন্যুতে উপস্থিত হন। সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা পর্ব। দুই ঘণ্টা ব্যাপী এই পরীক্ষাতে ছিল এমসিকিউ পর্ব এবং লিখিত পর্ব। পরীক্ষার পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মেতে ওঠেন নানারকম প্রশ্ন নিয়ে। উৎসুক শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেতে হয় অতিথিদের।

নিউজ বডি

জাতীয় পর্বে বিজয়ীদের মোট ১০টি ক্যাটাগরিতে ১০টি গোল্ড, ৩০টি সিলভার এবং ৬০টি ব্রোঞ্জ পদক দেয়া হয়েছে। যারা পদক জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিল, তাদের জন্য ছিল মেরিট অ্যাওয়ার্ড। এছাড়াও জাতীয় পর্বে পদকপ্রাপ্ত ৩০ জনের জন্য ছিল অন্যরকম বিজ্ঞান বাক্স। 

পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন অ্যাভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইফুর রহমান বকুল, সরোবর-এর চিফ মার্কেটিং অফিসার শরীফ আবু হায়াত, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাহরুখ মহিউদ্দিন, সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সফিক ইসলাম, এড টেক হাবের স্পেশালিস্ট ও এডুকেটর শাকিল আহমেদ।

সারা দেশ থেকে হাজারের বেশি শিক্ষার্থীরা প্রথমে অংশগ্রহণ করে অনলাইন সিলেকশন রাউন্ডে। অনলাইন সিলেকশন রাউন্ডের বিজয়ী শিক্ষার্থীরা জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পান। 

ম্যাথ ৩

জানা গেছে, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিতে প্রতিবছর বাংলার ম্যাথ আয়োজন করবে এই প্রতিযোগিতা। জাতীয় পর্বের বিজয়ীরা বাংলাদেশের আন্তর্জাতিক গণিত দলের সদস্য হওয়ার সুযোগ পাবেন। থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশের প্রতিনিধিত্ব করবেন তারা।

সমাপনী অনুষ্ঠানে বাংলার ম্যাথের বর্তমান কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা আহমেদ শাহরিয়ার। এ ছাড়াও বাংলার ম্যাথের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ধারণা দেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মাহতাব হোসাইন। সবশেষে ফলাফল ঘোষণার মাধ্যমে বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপের কোঅর্ডিনেটর ও সহ-প্রতিষ্ঠাতা আশরাফুল আল শাকুর এই উৎসবমুখর অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

এ আয়োজনে ভেন্যু পার্টনার হিসেবে ছিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য ডেইলি ক্যাম্পাস, আর গিফট পার্টনার হিসেবে ছিল অন্যরকম বিজ্ঞানবাক্স।

আরও পড়ুন: দেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব তৈরি করবে ব্র্যাক ব্যাংক ও ডিইজি ইমপালস


সর্বশেষ সংবাদ