টি-টোয়েন্টি পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা, তবে আত্মবিশ্বাসে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ PM
টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ও চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খেলা শুরু হবে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটির মধ্য দিয়েই আজ শুরু হচ্ছে সুপার ফোরের লড়াই।
২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির সেই উত্তপ্ত ম্যাচের পর থেকে এই দুই দলের লড়াই মানেই বাড়তি রোমাঞ্চের আভাস। সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনার যেমন দেখা মিলেছে, তেমনি পাওয়া গেছে বিতর্কের খোরাক। টি-টোয়েন্টিতে সামগ্রিক লড়াইয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। দুই দলের মুখোমুখি হওয়া ২১ ম্যাচের ১৩টিতে জয় তাদের, বাংলাদেশ জিতেছে বাকি আটটিতে।
* এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের আসরে দুই দলের রেকর্ড অবশ্য খুব বেশি তফাত নেই। ২০১৬ সালে মিরপুরে জিতেছিল বাংলাদেশ, আর ২০২২ সালে দুবাইয়ে জিতেছিল লঙ্কানরা। এরপর এবার ২০২৫ সালের এশিয়া কাপে প্রথম পর্বে জিতেছিল শ্রীলঙ্কা।
* সবশেষ দ্বিপাক্ষিক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে টাইগাররা। গত জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছিল লিটনের দল।
* এর আগে বড় আসরে দুই দলের দেখা হয়েছিল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ২ উইকেটে।