যে শর্তে বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করছে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে লাল-সবুজ শিবিরের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে কথা বলেছেন শোয়েব মালিক। তার দাবি, ভালো একাদশ গঠনে যা প্রয়োজন, এর সবকিছুই আছে বাংলাদেশের। তবে একটি জায়গায় ঘাটতিও দেখছেন।  

মালিকের ভাষ্যমতে, ‘ভালো একাদশ বানাতে দরকার হয়, পাঁচ-ছয় জন ভালো ব্যাটসম্যান, এক-দুইজন অলরাউন্ডার ও স্পিনার, আর পেস বোলার তো লাগবেই। এগুলো সবই বাংলাদেশের আছে। বাংলাদেশে খেলেছি, তাদেরকে কাছ থেকে দেখেছি, তখন তারা কেবল বেড়ে উঠছিল, শিখছিল। তাদের অনেক মেধাবী ক্রিকেটার আছে।’

বিশেষ করে বাংলাদেশের অলরাউন্ডারদের প্রশংসাও করেন মালিক। সাইফউদ্দিন ও রিশাদকে স্মরণ করে তার মন্তব্য, ‘সাইফউদ্দিন একজন অলরাউন্ডার, খুব ভালো অলরাউন্ডার। সে দারুণ ইয়র্কার বল করে। লোয়ার-অর্ডারে ভালো ব্যাটিংও পারে। লেগ স্পিনার রিশাদও ভালো ব্যাটিং পারে।’

এসব কিছুর মাঝে ব্যাটিংয়ে বাংলাদেশের ঘাটতিও দেখছেন তিনি। শোয়েবের মতে, বাংলাদেশি ব্যাটাররা মাঝেমাঝে ভালো পারফর্ম করলেও সেটি দীর্ঘস্থায়ী হয় না। এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন। 

মালিকের ভাষ্যমতে, ‘ভালো একাদশ বানানোর সামর্থ্য বাংলাদেশের আছে। বাংলাদেশের যে একটা জিনিসে কমতি মনে হয়, তা হলো ব্যাটিংয়ে ধারাবাহিকতা। তারা ভালো খেলে মাঝেমাঝে। কিন্তু লম্বা সময়ের ভালো খেলতে হবে। মানে ২০-২৫ রানের ভালো ইনিংস খেলে আউট হওয়া যাবে না, সেটা ৫০ বা ৭০ রানে নিয়ে যেতে হবে। এটা বাংলাদেশি ব্যাটারদের খুব একটা করতে দেখা যায় না।’

শোয়েবের বিশ্বাস, ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যেকোনো দলকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারবে তারা। এই উন্নতিটা যদি হয়, তাহলে তিনি এশিয়া কাপে বাংলাদেশকে সুপার ফোরে দেখতে পান। 

মালিক বলেন, ‘ইনিংস বড় করলে তারা যেকোনো দলকে চ্যালেঞ্জে ফেলতে পারে। এটা যদি করতে পারে, তাহলে বাংলাদেশকে আমি সুপার ফোরে দেখি।’ 

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9