জানা গেল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দিনক্ষণ

বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি   © সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে, এটা আগেই জানা গিয়েছিল। এবার ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি বিশ্বমঞ্চের আসন্ন আসর শুরু হতে পারে। আর ৮ মার্চ বিশ্বকাপের পর্দা নামতে পারে। অংশগ্রহণকারী দেশগুলোকে ইতোমধ্যে বিশ্বকাপের উইন্ডো জানিয়ে দেওয়া হয়েছে।

২০ দলের এই বিশ্বকাপ শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে। জানা গেছে, ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে খেলা হবে। তবে পাকিস্তানের ফলাফলের ওপর নির্ভর করছে, শিরোপা নির্ধারণী ফাইনাল কোথায় গড়াবে।

পাকিস্তান ফাইনালে উঠলে, কলম্বোতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। কেননা, আগামী তিন বছর ভারতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলবে না দ্য গ্রিন ম্যানরা। তবে কোনো কারণে পাকিস্তান ফাইনালে না উঠলে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল।

৪টি গ্রুপে ভাগ হয়ে ২০টি লড়বে। যেখানে প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার এইটে খেলবে। সেই ৮ দল আবার দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখান থেকে দুটি করে দল অংশ নেবে সেমিফাইনালে। আসরজুড়ে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে ১৫টি দল এরই মধ্যে বিশ্বকাপে নিজেদের খেলা নিশ্চিত করেছে। দেশগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি। 


সর্বশেষ সংবাদ