আগে ব্যাটিং না করা নিয়ে অদ্ভুত ব্যাখ্যা লিটনের

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ AM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও কিছু প্রশ্ন রেখেই দিলো বাংলাদেশ। দুই ম্যাচেই টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে বিস্মিত ক্রীড়াপ্রেমীরা, বিশেষ করে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়া সত্ত্বেও। দ্বিতীয় ম্যাচের পর টস নিয়ে প্রশ্নে তানজিদ হাসান তামিম দায় এড়ালেও, শেষ ম্যাচে লিটন দাস জানালেন, প্রতিপক্ষকে ভালোভাবে হারানোর কৌশল হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

লিটন বললেন, ‘ইন্টারন্যাশনাল গেমে আপনি ভালো ব্যবধানে জিতেছেন এটা একটা বড় বিষয় যে আপনার টিম কতখানি উন্নতি করেছে। এমন না যে সবাইকেই প্রতিদিন ব্যাটিং করতে হবে। এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে এবং এমন না যে এশিয়া কাপেই, সবসময়ই ব্যাটিং করতে হয়। তো এটা একটা ভালো লক্ষণ যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয়নি প্রথম দুই খেলায়। আজকে অনেকজনই ব্যাটিং করেছে।’

নেদারল্যান্ডসকে অবশ্য ছোটো করে দেখছেন না লিটন, তার ভাষ্যমতে, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যেকটা বড় দল, প্রত্যেকটা ভালো দল। সো আপনাকে সেইম সম্মান করতে হবে এবং আমরা ওই সম্মান দিয়ে ক্রিকেট খেলি। আমরা চেষ্টা করি আমাদের কীভাবে প্রতিদিন উন্নতি করা যায়।’

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে টাইগার অধিনায়ক বললেন, ‘আবহাওয়ার উপরে তো কারো হাত নেই। গেমে যতটুকু পাওয়ার ছিল, ব্যাটিং দল হিসেবে আমরা মনে হয় আমরা ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করেনি লাস্ট দুই গেমে, তারা একটু সুযোগ পেয়েছে। অভিয়েসলি বোলাররা বল করতে পারলে ভালো হতো, বাট ওটা আমাদের নিয়ন্ত্রণে নেই।’

উল্লেখ্য, বেরসিক বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আগ পর্যন্ত ১৮ দশমিক ২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে ৬ চার আর ৪ ছক্কায় ৪৬ বলে ৭৩ রান করেন লিটন। এছাড়া জাকের আলী ১৩ বলে ২০ এবং নুরুল হাসান ১১ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে তরুণ গবেষকদের নবীন বরণ ও ‘গবেষণায় হাতেখড়ি’ অনুষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে ভারতীয় দূতাবাসকর্মীদের দেশে ফেরার পরামর্শ দিল্লির
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9