আইপিএলে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১২:০২ PM
ব্যাট হাতে আইপিএল মাতিয়েছেন, ফিল্ডিংয়েও ছিলেন অবিশ্বাস্য। ছক্কা-চারে দর্শক মাতানো কিংবা দুর্দান্ত ক্যাচ-থ্রো—এবি ডি ভিলিয়ার্স মানেই ছিল বাড়তি বিনোদন। তবে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সেই স্মৃতি এখন কেবল অতীত।
এবার নতুন ভূমিকায় আইপিএলে ফিরতে চান দক্ষিণ আফ্রিকার এ সাবেক ব্যাটার। কোচ-মেন্টর কিংবা অন্য কোনো ভূমিকায়, আর সেটা অবশ্যই তার প্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে। সম্প্রতি ভারতের সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানিয়েছেন ‘মিস্টার ৩৬০’।
ডি ভিলিয়ার্স বলেন, “ভিন্ন ভূমিকায় হয়তো ভবিষ্যতে আইপিএলে যুক্ত হব। তবে পুরো মৌসুম দায়িত্ব পালন করা কঠিন, সেই সময় পার করে এসেছি। কিন্তু কখনোই না বলছি না। আরসিবি সব সময় আমার হৃদয়ে থাকবে। তাই তারা যদি মনে করে আমার জন্য কোনো ভূমিকা আছে, আমি প্রস্তুত থাকব। আর অবশ্যই সেটা আরসিবি হবে।”
আইপিএলের অভিষেক আসর থেকেই খেলেছেন ডি ভিলিয়ার্স। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে প্রথম তিন মৌসুম খেলার পর ২০১১ সালে যোগ দেন আরসিবিতে। দীর্ঘ ক্যারিয়ারে বহু রেকর্ড গড়লেও শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। তবে গত আসরেই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তার প্রিয় ক্লাব বেঙ্গালুরু।