এশিয়া কাপের আগেই বড় ঝামেলার শঙ্কায় ভারত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৭:৪১ PM
আসন্ন এশিয়া কাপ ভারতের জন্য ‘বিশেষ’ বলতেই হচ্ছে। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামছে ম্যান ইন ব্লু’রা। কিন্তু মহাদেশীয় লড়াইয়ে নামার আগেই ঝামেলায় পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। দেশটির কেন্দ্রীয় সরকারের নতুন আইনেই বেঁকে বসেছে প্রধান স্পন্সর ‘ড্রিম ইলেভেন’।
গত ক’দিন ধরেই গুঞ্জন চলছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ড্রিম ইলেভেন কাজ করতে চাচ্ছে না। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেটা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
বিসিসিআই প্রধান নির্বাহী হেমাং আমিনকে ড্রিম ইলেভেন জানায়, ভারতের জার্সিতে থাকতে পারছে না তারা। ড্রিম ইভেলেন এ-ও জানিয়েছে, কোম্পানি তাদের সব ধরনের আর্থিক প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছে। ফলে, এখন এটা ‘ফ্রি-টু-প্লে’ অনলাইন সামাজিক গেমে পরিণত হয়েছে।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর থাকছে না ড্রিম ইলেভেন। শিগগিরই বিসিসিআই আহ্বান করবে নতুন দরপত্র।’
মূলত ভারতের নতুন অনলাইন গেমিং বিল অনুমোদনের কারণেই ড্রিম ইলেভেনকে সরে দাঁড়াতে হচ্ছে। শঙ্কা ছিল, ড্রিম ইলেভেনের কোটি কোটি টাকা আয়ে ধস নামছে। এই পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারাও উদ্বিগ্ন। তবে ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি শেষ করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই।
এ নিয়ে বিসিসিআইয়ের সচিব দেবজিত শাইকিয়া বলেছেন, ‘যদি আইনেই অনুমোদন না থাকে, তাহলে কিছুই করব না। দেশের কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী প্রত্যেকটা ব্যাপার মেনে চলবে বিসিসিআই।’
২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ‘ড্রিম ইলেভেন’ চুক্তিবদ্ধ হয়েছিল। তিন বছরের জন্য ৪ কোটি ৪০ লাখ ডলারে এই চুক্তি করা হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজেও শুভমান গিলদের জার্সিতে এই সংস্থার লোগো ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন আইনের ফলে সংস্থার আয়ের প্রধান উৎসই এখন বন্ধ। বর্তমান পরিস্থিতিতে ম্যান ইন ব্লুদের কোনো টাইটেল স্পন্সর ছাড়াই এশিয়া কাপ খেলতে হতে পারে।