শেষ বলে ছক্কা মেরে বিশ্ব রেকর্ড

০৯ আগস্ট ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ১২:০৯ AM
জেন ম্যাগুয়ের

জেন ম্যাগুয়ের © গেটি ইমেজ

জয়ের জন্য ইনিংসের শেষ বলে ৪ রান দরকার ছিল আয়ারল্যান্ডের। বোলিংয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার পাকিস্তানের সাদিয়া ইকবাল। ব্যাটিংয়ে নিজের ইনিংসে প্রথম বলটি খেলতে নামা জেন ম্যাগুয়ের।

এমন পরিস্থিতিতে সবমিলিয়ে এগিয়েই ছিল পাকিস্তান। তবে নিজের ইনিংসের প্রথম বলেই কিনা ছক্কা হাঁকিয়ে দিলেন ম্যাগুয়ের। এতে ডাবলিনে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পায় আয়ারল্যান্ড। আর বিশ্ব রেকর্ডে নাম তুলেন ম্যাগুয়ের।

তিনিই প্রথম ক্রিকেটার, যিনি নিজ ইনিংসে প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকিয়ে আন্তর্জাতিক ম্যাচ জেতালেন। এর আগে, অনেকেই ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন, তবে সেসব কারোরই ইনিংসের প্রথম বল ছিল না।

জয়ের পর ম্যাগুয়ের বলেছেন, ‘মাত্র এক বল থাকায় (ব্যাটিংয়ে নামার সময়) খুব একটা ভালো লাগছিল না। রেব (রেবেকা স্টোকেল) বলল, নিজের শক্তির জায়গায় থেকে সোজা মারো। আমি সেটাই করেছি। ভাগ্য ভালো যে ফুল টস ছিল।’ 

টি–টোয়েন্টিতে এর আগে ছক্কা হাঁকানো প্রসঙ্গে তার মন্তব্য, ‘আন্তর্জাতিক ম্যাচে এর আগে কখনো ছক্কা মারিনি।’

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট ১৬৮ রান তুলেছিল পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন শাওয়াল জুলফিকার। জবাবে ওর্লা প্রেন্ডারগাস্টের ফিফটি এবং লরা ডেলানির ৪২ রানের ইনিংসে জয় পায় আইরিশরা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো আয়ারল্যান্ড।

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, পিএসসির ১৩ সদস্যের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা …
  • ২২ জানুয়ারি ২০২৬
'দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ টেলিযোগায…
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে নতুন তথ্য জানালেন এনটিআরসিএ চে…
  • ২২ জানুয়ারি ২০২৬
অবশেষে একাদশে সালাহ, সহজ জয় তুলে নিল লিভারপুল
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ
  • ২২ জানুয়ারি ২০২৬