বিসিবির হাজার কোটি টাকা সামলাতে এক শর বেশি আবেদন

বিসিবির বোর্ড মিটিং
বিসিবির বোর্ড মিটিং  © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাকাউন্টগুলোতে জমা আছে প্রায় হাজার কোটি টাকা। তবে এতদিন এই অর্থ লেনদেনের জন্য কোনো পেশাদার অর্থ কর্মকর্তা ছিলেন না। গেল ৫ জুলাই চিফ ফিন্যানশিয়াল অফিসার (সিএফও) চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। এবার জানা গেল, এই পদের জন্য ১০০টির বেশি আবেদন পড়েছে।

বিসিবি সূত্র জানিয়েছে, বোর্ডের আজকের পরিচালনা পর্ষদের সভার আলোচ্যসূচিতে প্রায় ১৪টি বিষয়ের মধ্যে সিএফও নিয়োগ নিয়ে আলোচনাও হবে। এছাড়া টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কিউরেটর টনি হেমিং ও আম্পায়ারিং বিভাগের পরামর্শক হিসেবে সায়মন টফেলের নিয়োগও সভায় অনুমোদন হওয়ার কথা রয়েছে।

এদিকে গত বছর চুক্তির মাঝপথে অভিমানে বিসিবি ছেড়ে পিসিবিতে (পাকিস্তান ক্রিকেট বোর্ডে) যোগ দিয়েছিলেন হেমিং। এবার তাকেও ফিরিয়ে আনছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। বাংলাদেশের সবগুলো আন্তর্জাতিক স্টেডিয়াম দেখভালের দায়িত্বে থাকবেন তিনি।

অন্যদিকে আম্পায়ারদের একটি গ্রেডিং সিস্টেম তৈরি করতে টফেলকে আনার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল বিসিবি। তবে তার সঙ্গে এখনও চুক্তি হয়নি বিসিবির। আজ (৯ আগস্ট) বোর্ডের সভায় অভিজ্ঞ এই আম্পায়ারের সঙ্গে চুক্তির বিষয়টি ঠিক করা হবে।

বিপিএলের ইভেন্ট ম্যানজেমেন্ট প্রতিষ্ঠানও আজ ঠিক হতে পারে। গেল সপ্তাহে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর এখন সংক্ষিপ্ত তালিকায় তিনটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো পুরো বিপিএলেরই স্বত্ব নিতে চায় বলে জানা গেছে। এখন দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা কোন পথে হাঁটবে, সেটাই আজ জানা যাবে। এছাড়া আজ বিভিন্ন বিভাগের প্রধানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সিদ্ধান্ত হতে পারে।


সর্বশেষ সংবাদ