ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা ৯৬০

২২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ AM
 রোনালদো

রোনালদো © সংগৃহীত

রোনালদোর রেকর্ড গড়া গোলে সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছে আল নাস্‌র। বুধবার রাতের এই ম্যাচে গোল করার মাধ্যমে পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের গোল সংখ্যাকে ৯৬০-এ নিয়ে ঠেকিয়ে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন পর্তুগিজ মহাতারকা।

৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলে আল নাস্‌র লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। বর্তমানে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রোনালদোর দল, যেখানে এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল হিলাল।

দামাকের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই আব্দুররাহমান ঘারিবের গোলে এগিয়ে যায় আল নাস্‌র। বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। গোলটি করার পর তিনি কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে চিরচেনা ‘Siuuu’ উদযাপনে মাতেন, আর গ্যালারিতে তখন ধ্বনি ওঠে ‘গোল নম্বর ৯৬০।’ ৬৮তম মিনিটে দামাক একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আল নাস্‌রের জয় আটকাতে পারেনি। এই গোলের মাধ্যমে ১৬ ম্যাচে ১৬ গোল করে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন রোনালদো।

এই গোলটি রোনালদোকে ব্যক্তিগত অর্জনের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আল নাস্‌রের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে ১১৬টি গোল করে ক্লাবটির ইতিহাসের সফলতম বিদেশি গোলদাতার রেকর্ড এখন তার দখলে। তিনি ছাড়িয়ে গেছেন মরক্কোর আব্দেররাজাক হামদাল্লাহকে। ক্লাবের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখন তিনে; তার ওপরে আছেন মোহাম্মাদ আল সাহলাউই (১৩১ গোল) এবং মাজেদ আবদুল্লাহ (২৫৯ গোল)। টানা চার ম্যাচে জয়হীন থাকার দুঃসময় কাটিয়ে রোনালদোর এমন রেকর্ড গড়া পারফরম্যান্স আল নাস্‌র শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে।

রুয়েট ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ১৪ ভর্তিচ্ছু
  • ২২ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শটগানের গো…
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন বিএনপির আরেক নেতা দেলোয়ার হোসেন
  • ২২ জানুয়ারি ২০২৬
হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • ২২ জানুয়ারি ২০২৬
কোনো প্রার্থী পুলিশের ন্যূনতম ফেভার পাবে না, বক্তব্য দিয়ে প…
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে দেখে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান
  • ২২ জানুয়ারি ২০২৬