বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বিবৃতিতে যা জানাল আইসিসি

২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ PM
বিসিবি ও আইসিসি'র লোগো

বিসিবি ও আইসিসি'র লোগো © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। পাশাপাশি, বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন করা হবে। বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভার পর এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এর আগে, নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির বোর্ড সভা ডাকা হয়। সভায় বিষয়টি বিস্তারিত আলোচনার পর আইসিসি জানায়, বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ নেই।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ভারতের সব ভেন্যুতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ছিল স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাও। সব মূল্যায়নেই স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা, মিডিয়া প্রতিনিধি ও সমর্থকদের জন্য ভারতের কোনো ভেন্যুতেই বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই।

আইসিসি বোর্ড আরও উল্লেখ করে, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি বা ভেন্যু পরিবর্তন বাস্তবসম্মত নয়। এ ছাড়া কোনো গ্রহণযোগ্য নিরাপত্তা ঝুঁকি না থাকা সত্ত্বেও সূচি বদল করলে, তা ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে এবং বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।

আইসিসি এ-ও জানিয়েছে, এই ইস্যুতে বিসিবির সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও বৈঠক করেছে তারা। বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতেই আইসিসি বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা, কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার তথ্য বিসিবির সঙ্গে ভাগ করে।

আইসিসির এক মুখপাত্র বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে গঠনমূলক ও ধারাবাহিক আলোচনায় যুক্ত ছিল, যার একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশ যেন বিশ্বকাপে অংশ নিতে পারে। এই সময়ে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক আশ্বাস দেওয়া হয়েছে। সব মূল্যায়নেই একটাই সিদ্ধান্ত এসেছে, বাংলাদেশ দলের জন্য ভারতে কোনো বাস্তব নিরাপত্তা ঝুঁকি নেই।”

মুখপাত্র আরও বলেন, “এই প্রক্রিয়ার মধ্যেও বিসিবি তাদের অবস্থান অপরিবর্তিত রেখেছে এবং একটি বিচ্ছিন্ন ও টুর্নামেন্টের সঙ্গে সম্পর্কহীন ঘটনার সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণকে যুক্ত করেছে। ওই বিষয়টির সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর কোনো সম্পর্ক নেই।”

আইসিসি আরও জানায়, ভেন্যু ও সূচি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নিরপেক্ষ নিরাপত্তা মূল্যায়ন, আয়োজক দেশের নিশ্চয়তা এবং অংশগ্রহণের শর্তাবলির ভিত্তিতে, যা ২০টি অংশগ্রহণকারী দেশের জন্যই সমানভাবে প্রযোজ্য। নিরাপত্তা ঝুঁকির কোনো স্বাধীন প্রমাণ না থাকায় বাংলাদেশের ম্যাচ অন্যত্র সরানো সম্ভব নয় বলে জানায় সংস্থাটি।

আইসিসি মুখপাত্র বলেন, “সূচি পরিবর্তন করলে তা অন্য দল ও বিশ্বজুড়ে থাকা দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সময়সূচি সংকট তৈরি করবে। একই সঙ্গে আইসিসির নিরপেক্ষতা, ন্যায্যতা ও প্রশাসনিক স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করার মতো দীর্ঘমেয়াদি দৃষ্টান্ত স্থাপন করবে এটি।”

শেষ পর্যন্ত আইসিসি স্পষ্ট করেছে, তারা সৎ উদ্দেশ্যে কাজ করছে, অভিন্ন মানদণ্ড বজায় রাখছে এবং বৈশ্বিক ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সেই নীতির ভিত্তিতেই বাংলাদেশের ম্যাচ ভারতে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। 

মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬
  • ২১ জানুয়ারি ২০২৬