ইতিহাসে চতুর্থবার এমন ঘটনা ঘটল টেস্ট ক্রিকেটে

০৫ আগস্ট ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৫৬ PM
ভারত দল

ভারত দল © সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঝলমলে রঙে গত কয়েক বছর ধরে ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্ট যেন কিছুটা ম্লান হয়ে পড়ছিল। অধিকাংশ টেস্টই চতুর্থ দিন পর্যন্ত গড়াত না, আড়াই বা তিনদিনেই গুটিয়ে যেত দলগুলো। এতে পাঁচ দিনের রোমাঞ্চ প্রায় ভুলে যেতে বসেছিল ক্রিকেটপ্রেমীরা। 

কিন্তু সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজ যেন টেস্টের সেই পুরোনো মোহ নতুন রূপ আর গুণে ধরা দিলো। এই সিরিজের হাইভোল্টেজ পাঁচটি ম্যাচই পঞ্চম দিনে গড়িয়েছে, যেখানে প্রতিনিয়তই মিলেছে নাটকীয় মোড় আর জমজমাট প্রতিদ্বন্দ্বিতা—যা টেস্ট ক্রিকেটের জন্য এক অনন্য বিজ্ঞাপন।

সিরিজের পাঁচ টেস্টই পঞ্চম দিনে গড়িয়েছে—টেস্টের ইতিহাসে মাত্র চারবার এমনটা হয়েছে। শুরুটা ২০০১ সালে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এরপর ২০০৪-০৫ অ্যাশেজ এবং শেষবার ২০১৭-১৮ অ্যাশেজে পাঁচ টেস্টই পাঁচ দিনে গড়িয়েছিল। সেবার ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ৭ বছর পর ফের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে ২-২ ব্যবধানে ড্র করলো ভারত ও ইংল্যান্ড।

২০০৮-০৯ উইজডেন ট্রফিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এরপর গত ১৬ বছরে কেবলই নিজেদের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাকি অন্য কোনো দল খেলেনি। ফলে, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সংখ্যাও কমেছে। ২০১৭-১৮ অ্যাশেজ ও সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝে ৭টা পাঁচ টেস্টের সিরিজ দেখেছে ক্রিকেটপ্রেমীরা।

এর মধ্যে তিনটি অ্যাশেজ, তিনটি ভারত-ইংল্যান্ড ও একটা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হয়েছে। ২০১৮ সালে ইংল্যান্ডে খেলতে গিয়েছিল ভারত। সেবার ৪-১ ব্যবধানে পাঁচ টেস্টের সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এরপর ২০১৯ অ্যাশেজ ২-২ ড্র হয়েছিল। ২০২১-২২ অ্যাশেজ ৪-০ ব্যবধানে জিতেছিল অজিরা।

একই বছর ইংল্যান্ডে খেলতে গিয়েছিল ভারত। সেই সিরিজটি ২-২ ড্র হয়েছিল। ২০২৩ অ্যাশেজও ২-২ ব্যবধানে ড্র হয়েছিল। তবে ২০২৩-২৪ মৌসুমে ভারতের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ পরাজয় দেখেছিল ইংল্যান্ড। এরপর ২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়েছিল ভারত। যেখানে ৩-১ ব্যবধানে হেরেছিল ম্যান ইন ব্লুরা।

এই ৭ সিরিজের মধ্যে চারটি টেস্ট পাঁচ দিন ও একটা টেস্ট চার দিনে গড়ায় দুটি সিরিজে। ২০২১-২২ মৌসুমে ইংল্যান্ডে গিয়েছিল ভারত। যেখানে চার দিনে শেষ হয়েছিল তৃতীয় টেস্টটি। বাকি ৪টি টেস্টই পাঁচ দিনে গড়িয়েছিল। ২০২৩ অ্যাশেজেও তৃতীয় টেস্টটি চার দিনে শেষ হয়েছিল। বাকি ৪টি টেস্ট পাঁচ দিনে শেষ হয়েছিল।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9