সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন সোহান

৩০ জুলাই ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৬:৩৯ PM
সাকিব-সোহান

সাকিব-সোহান © সংগৃহীত

এক বছরের বেশি সময় ধরেই জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। ভারত সিরিজের মাঝে দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণাও দেন। অবশ্য ওয়ানডে ফরম্যাটে খেলার ইচ্ছে থাকলেও সুযোগ মিলছে না তার। তবে লাল-সবুজের জার্সিতে খেলতে না পারলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন।

সবশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন সাবেক টাইগার দলপতি। একই লিগে রংপুর রাইডার্সের হয়ে নুরুল হাসান সোহানও খেলেছেন। ফলে, জিএসএল চলাকালীন সাকিবের সঙ্গে কথা হয় সোহানের।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে সোহান জানিয়েছেন, ‘অবশ্যই ম্যাচের দিন দেখা হয়েছে, কথা হয়েছে এবং অবশ্যই তাকে মাঠে দেখতে পেয়ে আমার ভালো লেগেছে। আমার মনে হয়, সে-ও তার টাইমটা ক্রিকেট মাঠে অনেক উপভোগ করছে।’

জিএসএলের দ্বিতীয় আসরের ফাইনালেও উঠেছিল রংপুর। তবে শিরোপা উল্লাসে মাতা হয়ে উঠেনি। এ নিয়ে আক্ষেপ ঝরল সোহানের কণ্ঠে, ‘আমার কাছে মনে হয় যে পরপর দুইবার ফাইনাল খেলাও ভালো। আলহামদুলিল্লাহ, আমরা যদি শেষটা ভালো করতে পারতাম, অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অনেক বড় পাওয়া ছিল। কারণ, গ্লোবাল এরকম আসরে সবকটি টিম আমার কাছে মনে হয়, ওয়েল ব্যালেন্সড টিম ছিল। তাদের সঙ্গে লড়াই করে ফাইনালটা জিততে পারা অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটকে উন্নতির একটা পর্যায়ে নিয়ে যেত। হয়তো ফাইনালে আমাদের একটা খারাপ দিন গিয়েছে।’

সোহান যোগ করেন, ‘গায়ানাও ভালো টিম ছিল বা যে কটা টিম ওখানে ছিল, সবাই ভালো টিম ছিল এবং গত বছরও আমরা যখন গিয়েছিলাম হয়তো আমাদের ওইভাবে কেউ ভাবেনি। এই বছর যখন গিয়েছি, একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আলাদা একটা চ্যালেঞ্জ ছিল। অবশ্যই টিম ম্যানেজমেন্ট এবং সব প্লেয়ার চ্যালেঞ্জটা নেওয়ার জন্য অনেক বেশি ক্ষুধার্ত ছিল। যতটুকু আমরা খেলেছি, ভালো খারাপ মিশিয়ে টিম হিসেবে খেলেছি এবং অবশ্যই টিমের প্রতিটা প্লেয়ারই ওই চ্যালেঞ্জটা নেওয়ার মতো সক্ষমতা ছিল।’

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9