হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, যেমন হলো একাদশ

টস সেশন
টস সেশন   © সংগৃহীত

পাকিস্তানের মাটিতে আগের সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ তৈরি করেছে লাল-সবুজেরা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই এগিয়ে টাইগাররা।

এবার দ্য গ্রিন ম্যানদের বাংলাওয়াশের মিশনেও টস জিতেছেন টাইগার দলপতি লিটন দাস। এরপর সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। হোম অব ক্রিকেটে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। 

আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। দ্য গ্রিন ম্যানদের বাংলাওয়াশ করার মিশনে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ওপেনার পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে।

তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ একাদশে ঢুকেছেন। সবশেষ ২০২৩ সালের জুলাইয়ের পর আজই প্রথম লাল-সবুজের জার্সিতে টি–টোয়েন্টি খেলবেন নাসুম।

অন্যদিকে সফরকারীদের একাদশেও দুটি পরিবর্তন এসেছে। ওপেনার সাহিবজাদা ফারহান এবং হুসেইন তালাত একাদশে জায়গা পেয়েছেন।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

পাকিস্তান দল: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, হুসেইন তালাত , ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!