প্রেমিককে প্রকাশ্যে আনলেন স্মৃতি মান্ধানা, তারকা ক্রিকেটারের প্রেমিক কে?

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছাল
স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছাল  © সংগৃহীত

ভারতীয় নারী ক্রিকেট দলের অন্যতম তারকা স্মৃতি মান্ধানা। এবার প্রেমের কথা প্রকাশ্যে আনলেন তিনি। জন্মদিনে প্রেমিকের আবেগঘন বার্তা এবং সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবির মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন দীর্ঘদিনের সঙ্গীকে।

শুক্রবার (১৮ জুলাই) ছিল স্মৃতির ২৯তম জন্মদিন। এ দিন সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল ইনস্টাগ্রামে স্মৃতির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শুরুর দিন থেকেই তুমি আমার শান্তি ও আনন্দের উৎস। সবচেয়ে বড় চিয়ারলিডার। তুমি আমাকে অনুপ্রাণিত করো প্রতিনিয়ত। মাঠের ভেতর ও বাইরে চাপ সামলে কীভাবে দৃঢ় থাকতে হয়, তা আমি তোমার কাছেই শিখেছি। শুভ জন্মদিন, স্মৃতি।’ সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি। জবাবে স্মৃতিও ভালোবাসার ইমোজি দিয়ে তাকে ধন্যবাদ জানান।

এর আগেও গত ২২ মে পলাশের জন্মদিনে দুজনের একটি ছবি পোস্ট করেছিলেন স্মৃতি, যা ঘিরে ভক্তদের মাঝে শুরু হয়েছিল গুঞ্জন। এবারের জন্মদিনের পোস্ট সেই গুঞ্জনেই একপ্রকার সিলমোহর দিল।

স্মৃতি এখন ইংল্যান্ডে রয়েছেন। টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডের নারী দলের সঙ্গে একদিনের সিরিজ খেলছে ভারত। বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসেবে বিবেচনা করা হয় মান্ধানাকে। মিতালি রাজের পর ভারতের দ্বিতীয় নারী ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!