‘বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না’
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
দেশের ক্রিকেটাঙ্গনে জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একাধিকবার শিরোপা জিতিয়ে নিজের জনপ্রিয়তা হু হু করে বাড়িয়ে নেন তিনি। নানান আলোচনার-সমালোচনার পর গত বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান তিনি।
সিনিয়র সহকারী পদ পেলেও মূলত জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটের সিরিজ দিয়েই এই দায়িত্ব নেন তিনি। এরপর একে একে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও এই দায়িত্ব সামলে নেন তিনি।
এরই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটিং কোচের ভূমিকায় তিনি। কিন্তু তার পথচলায় দেশের ব্যাটিং বিভাগ যেন নিয়মিত ডুবছে। টাইগারদের ব্যাটিং দুর্বলতা কোনোভাবেই কাটিয়ে ওঠতে পারছেন না দেশসেরা এই কোচ। তিনিও এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন। লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন মঙ্গলবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে আসেন টাইগার এই কোচ।
সেখানে সালাউদ্দিন বলেন, 'দেখুন আমি কোচ আমাকে যদি কালকে আপনি বলেন যে সালাউদ্দিন যাও থার্টিনে কোচিং করাতে। আমি রাগ করবো না, আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি শুধু কোচ জাতীয় দলের। তো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, এটা নিয়ে আমি চিন্তিত না।'
তিনি যোগ করেন, 'দেখুন বাংলাদেশ টিম আমার বাপ-দাদার সম্পত্তি না। আমি যদি ভালো না করি, এখানে আমার সমালোচনা হবে। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি আমার দলের জন্য শতভাগ দিচ্ছি কি না, আমি কি আমার জায়গায় সৎ কি না। সেটা আমার কাছে মূল বিষয়, আমি যদি ভালো না হয়, তাহলে বোর্ড আমাকে সরিয়ে দেবে।'