ফের আলোচনায় সাকিব, ফেরানোর পক্ষে পাইলট

১৫ জুলাই ২০২৫, ০১:৩২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৮:১২ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জাতীয় দলের জার্সিতে সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর দেখা যায়নি। মাঠের বাইরে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা আবারও শুরু হয়েছে—বিশেষ করে বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যর্থতার প্রেক্ষাপটে।

টাইগারদের পারফরম্যান্স নিয়ে যখন চারদিক থেকে সমালোচনার ঝড় উঠছে, তখনই ফের আলোচনায় সাকিবের নাম। ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটাররা মনে করছেন, অভিজ্ঞ এই খেলোয়াড়ের উপস্থিতি দলকে মানসিক ও কৌশলগতভাবে শক্তিশালী করতে পারে। সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটও সাকিবকে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন।

সোমবার (১৪ জুলাই) এক অনুষ্ঠানে সাকিবকে নিয়ে পাইলট বলেন, ‘আমি মনে করি রাজনৈতিক ব্যাপারগুলো না থাকলে একজন প্লেয়ার হিসেবে সাকিবের বিকল্প এখনও আমাদের দলে নেই। সাকিবের ৪ ওভার প্রতিপক্ষের জন্য চাপ। সাথে উপরে ব্যাট করাতে পারতেন, মাল্টিস্কিল প্লেয়ার। সাকিব এখনও আমাদের দলে অপরিহার্য একজন প্লেয়ার, সেটা সে প্রমাণও করেছে জিএসএলে।'

তিনি যোগ করেন, 'যদি রাজনৈতিক ব্যাপারগুলো সমাধান করা যায়, আমি মনে করি বোর্ডের উচিত তাকে যত দ্রুত নিয়ে আসা যায়। একটা লিডারশিপ দরকার, টিমে লিডারশিপ দরকার। একজন সিনিয়র থাকলে সবাই তাকে ফলো করে। মাশরাফি (বিন মুর্তজা) যখন ক্যাপ্টেন্সি করেছে, তখন তার অধীনে তামিম (ইকবাল), সাকিব, মাহমুদউল্লাহ (রিয়াদ) সবাই তার জুনিয়র ছিল। সাকিব দলে আসলে দলের চেহারা বদলে যাবে।’

সাকিবের বিকল্প প্রসঙ্গে পাইলট বলেছেন, ‘আমি লম্বা সময় ধরে আমাদের কোচিং স্টাফকে দেখে আসছি। রিশাদ (হোসেন), তানজিম (হাসান) সাকিবরা ভালো ব্যাটিং করতে পারে। শরিফুলকে (শরিফুল ইসলাম) আমি ১ ওভারে ১৮ রান নিতে দেখেছি, ৫ বছর আগে। সে এখনও ১০ নাম্বারে ব্যাট করে। অনেক প্লেয়ার আছে, অক্ষর (প্যাটেল), (রবীন্দ্র) জাদেজা, পিছনের দিকের ব্যাটারদেরকে (অনেক দেশ) অলরাউন্ডার বানিয়েছে। প্লেয়ার না শুধু এর সাথে ম্যানেজমেন্টের (দায়িত্ব) আছে।'

তিনি আরও বলেন, 'পিছনের দিকে যারা ব্যাট করে, তাদের অলরাউন্ডার বানানোর প্রকল্প দেখি নাই মনে হয়। রিশাদ যেভাবে লং হিট করে, তাকে কি কখনও চিন্তা করা হয়েছে ৪-৫ নাম্বারে? তানজিম সাকিবকে বেন স্টোকসের মত চিন্তা করা হয়েছে? আসার সময় অনেকে বোলার হিসেবে আসছে, অলরাউন্ডার হিসেবে বের হয়েছে। বিদেশে যেটা হয়েছে অনেক। প্লেয়ারদের পাশাপাশি কোচদেরও দায়িত্ব আছে। আমাদের অনেক ভালো অলরাউন্ডার আছে কিন্তু আমরা ভালো অলরাউন্ডার বানাতে পারছি না।’

উইজডেনের বর্ষসেরা টি–টোয়েন্টি দলে মোস্তাফিজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
এনসিপি’র আশুলিয়া উপজেলা সমন্বয় কমিটি গঠিত
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা, তিন দিনের রিমান্ডে আস…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড
  • ১৯ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আরএফএল গ্রুপে, পদ ১০, নেবে ম্যানেজমেন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9