সাকিব ইস্যুতে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন বুলবুল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৫:২৬ PM
বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। গেল বছর ভারত সিরিজের মাঝে দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণাও দেন। তবে ওয়ানডে ফরম্যাটে খেলার ইচ্ছে থাকলেও সুযোগ মিলছে না তার। অবশ্য ক্রিকেটীয় কর্মকান্ডের চেয়ে মাঠের বাইরের নানান কাণ্ডের কারণে এখন দলে ব্রাত্য সাবেক এই অধিনায়ক।
দেশের মাটিতে খেলেই টেস্ট ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে রাজনৈতিক পট-পরিবর্তনে দেশে আসা হয়ে উঠেনি তার। অবশ্য সাকিবকে জাতীয় দলে ফেরাতে ফের কাজ করছে বিসিবি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
সোমবার (১৪ জুলাই) এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তার (সাকিব) সঙ্গে কথা বলার আশ্বাস দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে সাকিবকে ফেরানোর প্রসঙ্গে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়েছেন তিনি।
বুলবুল বলেন, ‘সাকিব অ্যাভেইলএবল ক্রিকেটার। সাকিব এখনো বাংলাদেশের হয়ে সব সংস্করণ থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব এবং তার সঙ্গে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারব।’
বিসিবি সভাপতি বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি—এটা পুরোপুরি নির্ভর করে নির্বাচকদের ওপর, যারা দল নির্বাচন করে।’