ভালো শুরুর পরও ‘বড়’ পুঁজি পেল না বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

ওপেনারদের কল্যাণে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তবে পরের ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি। তাদের ব্যর্থতায় সফরকারীদের সংগ্রহও বড় হয়ে উঠেনি। এতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কোনোরকমে দেড় শ' রান ছুঁয়েছে টাইগাররা।

বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ২২ বলে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন পারভেজ হোসেন ইমন।

ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। যদিও পঞ্চম ওভারে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। নুয়ান তুষারার লো ফুলটসে মিডউইকেটে ক্যাচ তুলে ১৭ বলে ১৬ রান করে ফেরেন এই ওপেনার। উইকেট হারালেও ৫ দশমিক ১ ওভারেই ৫০ ছুঁয়ে ফেলে টাইগাররা।

তবে অফফর্ম থেকে বের হতে পারেনি লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১১ বলে ৬ করে ফেরেন। লঙ্কান স্পিনার জেফ্রে ভেন্ডারসের বলে এলবিডব্লিউ হন টাইগার দলপতি। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি।

লিটন ফেরার পরের ওভারেই ইমনের উইকেট হারায় বাংলাদেশ। তিকশানার বলে লং অফে শানাকার দারুণ ক্যাচে ফেরেন এই ওপেনার। ফেরার আগে ৫ চার আর এক ছক্কায় ২২ বলে ৩৮ রানের মারকাটারি এক ইনিংস সাজান তিনি।

ইমন ফেরার পর ক্রমেই চাপ বাড়াচ্ছিলেন হৃদয় ও নাঈম। আগ্রাসী হতে গিয়ে সেই চাপ আরও বাড়ান হৃদয়। শানাকার অফ স্ট্যাম্পের বাইরের বলে কাট করতে গিয়েছিলেন। তবে ঠিকমত টাইমিং হয়নি। স্ট্যাম্পের পেছনে দাঁড়ানো মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ১৩ বলে ১০ রান করে আউট হন হৃদয়।

ইনিংসের ৯ বল বাকি থাকতে আউট হন মেহেদী মিরাজ। তিকশানার শিকার বনে কাভারে আসালঙ্কার হাতে ক্যাচ দিয়ে ২৩ বলে ৪ বাউন্ডারিতে ২৯ রান করেন তিনি।

শেষদিকে ঝড় তোলেন শামীম পাটোয়ারী। তার ৫ বলে ২ ছক্কায় অপরাজিত ১৪ রানের ইনিংসে দেড়শ পেরোয় বাংলাদেশের পুঁজি। অন্যপ্রান্তে সমান এক চার-ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন নাঈম।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!