টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

টেস্ট ও ওয়ানডের পর এবার টি–টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ–শ্রীলঙ্কা। আগের দুটি সিরিজ পরাজয়ের দুঃখস্মৃতি ভুলে সংক্ষিপ্ত সংস্করণে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজেরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে টসে জিতেছেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা। এরপর বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ এসেছেন।

এর মধ্য দিয়ে ১৪ মাস পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিত আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ তিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!