দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই পাঁচ উইকেট, তানভীরের রূপকথা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৫:০৬ PM

চলমান সিরিজের প্রথম ওয়ানডে দিয়েই অভিষেক হয়েছে তানভীর ইসলামের। অভিষেকেই বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছিলেন। এবার ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসে দেখা পেলেন প্রথম ফাইফারের। বিপরীতে খরচ করেছেন ৩৯ রান। সঙ্গে দুটি মেইডেনও দিয়েছেন এই স্পিনার। তার পাঁচ উইকেটে ম্যাচে ফিরেছে সফরকারী বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ১৭৪ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে দরকার আরও ৭৫ রান। হাতে আছে কেবল ২ উইকেট।
এর আগে, চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা। তবে তিনে নেমে সেই ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন কুশল মেন্ডিস। নিশান মাদুশকাকে সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন। ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুতই ফিফটি ছুঁয়ে ফেলেন এই টপ-অর্ডার ব্যাটার। তবে এরপর বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। ৩১ বলে ৫৬ রান করে ফেরেন কুশল মেন্ডিস। অন্যপ্রান্তে ২৫ বলে ১৭ রান করেন মাদুশকা।
তিন উইকেট হারালেও জয়ের পথেই ছিল লঙ্কানরা। তবে হঠাৎ-ই স্বাগতিক ব্যাটিং লাইন-আপে ধস নামান টাইগার স্পিনাররা। ৬ রানে আসালঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম। এরপর কামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর। ফেরার আগে ২ বাউন্ডারিতে ৩৩ রান আসে তার ব্যাট থেকে।
এরপর ভেল্লালেগেকে (১) দ্রুত সাজঘরে ফেরান শামীম। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৩) ও মহেশ থিকশানাও (২) উইকেটে জমে উঠতে পারেননি।