সেপ্টেম্বরেই এশিয়া কাপ, দুবার ভারত-পাকিস্তান ম্যাচ!

ভারত-পাকিস্তান ম্যাচ
ভারত-পাকিস্তান ম্যাচ   © সংগৃহীত

পহেলগাঁও ঘটনার জেরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে ফের ফাটল ধরেছে। ক্রিকেটেও এর প্রভাব পড়েছে। কূটনৈতিক টানাপোড়েনের কারণে অনিশ্চয়তায় মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপ। তবে সেই অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু হতে পারে, আর ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল । আয়োজক দেশ হিসেবে ভারতের নামই থাকছে, তবে সবগুলো ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

সবচেয়ে আকর্ষণীয় ভারত বনাম পাকিস্তান ম্যাচটি— ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে শীর্ষ দলগুলো ‘সুপার ফোর’-এ খেলবে। সেখান থেকে সেরা দুই দল ফাইনালে ওঠবে।

ফলে, এবারের এশিয়া কাপে অন্তত দুবার ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে—গ্রুপ পর্ব ও সুপার ফোরে, আর সম্ভব হলে ফাইনালেও দেখা যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই!


সর্বশেষ সংবাদ